এবছর মহালয়ায় কে কোন চ্যানেলে দুর্গা হবেন? স্টার জলসা ও জি বাংলা দিল বড় আপডেট

প্রত্যেক বছরের মত এই বছরেও স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) মহালয়া (Mahalaya) অনুষ্ঠানের সম্প্রচার করবে মহালয়ার দিনে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। কোন চ্যানেলে কে দুর্গা সাজবেন তাও স্থির হয়ে গিয়েছে। জানেন কি এই বছর স্টার জলসা, জি বাংলায় কারা কারা দেবী দুর্গার সাজে ধরা দেবেন? জেনে নিন এই বছর মহালয়াতে টিভিতে কাকে কোন চ্যানেলে দুর্গা হিসেবে দেখবেন।

টিভি চ্যানেলগুলোতে মহালয়ার দুর্গা হিসেবে বেশ চাহিদা থাকে কোয়েল মল্লিক (Koel Mallick), শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), মিমি চক্রবর্তীদের। আর সেইসঙ্গে বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকের নায়িকারাও কখনো দুর্গা কখনো দেবী দুর্গার অন্যান্য রূপে ধরা দেন। সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। স্টার জলসাতে এই বছর দেবী দুর্গার সাজে‌ ধরা দেবেন কোয়েল মল্লিক। জি বাংলাতে দুর্গা হবেন কে?

Subhashree Ganguly

যতদূর জানা যাচ্ছে এই বছর দেবী দুর্গা হিসেবে জি বাংলার পর্দায় ধরা দেবেন শুভশ্রী গাঙ্গুলী। কোয়েল এরই মধ্যে স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’র জন্য শুটিং করে ফেলেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। এবার পূজোতে তার মিতিন মাসি সিরিজের নতুন সিনেমা ‘একটি খুনীর সন্ধানে মিতিন মাসি’ও মুক্তি পাবে।

উল্লেখ্য ২০১৭ সাল থেকে স্টার জলসাতে দেবী দুর্গা হয়ে আসছেন কোয়েল মল্লিক। কেবল ২০২১ সালে তিনি কালার্স বাংলার মহালয়ার দুর্গা হয়েছিলেন। তারপর থেকে আবার তাকে দুর্গা হিসেবে ফিরিয়ে আনে স্টার জলসা। কোয়েল এইবারের মহালয়া অনুষ্ঠানের জন্য যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে হাতে আলতা পরানো হচ্ছে তাকে, মোটা শাঁখা ও পলা পরে আছেন তিনি। আলতার উপর কলকার কাজ করা হচ্ছে। তারপর আবছা মুখের সামনে ফোকাস করা আছে ত্রিশূল। ত্রিশূলের পেছনে কাজল কালো তিনটে চোখ।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

আরও পড়ুন : ৫০ এও ২০ এর জেল্লা! যৌবন ধরে রাখতে এই ‘বিউটি ড্রিঙ্কস’ পান করেন রচনা ব্যানার্জী

জি বাংলাতে মহালয়া স্পেশাল অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘নব রূপে দেবী দুর্গা’। শুভশ্রী গাঙ্গুলীকে এখানে দুর্গা হিসেবে দেখানো হবে। ২০২১ ও ২২ সালের পর ২০২৪ সালে আবার দেবীর অবতারে ধরা দেবেন শুভশ্রী। দুই চ্যানেলের ভক্তরা এই কাস্টিং নিয়ে খুব খুশি। এবারের মহালয়াতেও দুটি চ্যানেলের থেকেই নতুন কিছু পাওয়ার আশা রাখছেন তারা।