সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে থাকবেন কোন অভিনেত্রী?

বিগত প্রায় তিন-চার বছর ধরে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে চর্চা চলছে। কিন্তু এখনো পর্যন্ত এই সিনেমার কাস্টিং চূড়ান্ত হল না। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কখনো রণবীর কাপুর, কখনো অভিষেক বচ্চন, কখনো আয়ুষ্মান খুরানা, কখনো আবার সৌরভ গাঙ্গুলীর নিজের নাম শোনা গিয়েছে বারবার। অবশেষে এই সুবর্ণ সুযোগ গেল রাজকুমার রাওয়ের হাতে। তিনিই সিনেমার পর্দায় হয়ে উঠবেন মহারাজ। কিন্তু ডোনা কে হবেন? সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে থাকতে পারেন কোন অভিনেত্রী?

সৌরভ গাঙ্গুলীর মত ডোনা গাঙ্গুলীর চরিত্রের মুখ বাছাই করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে নির্মাতাদের। তবে এবার তো সিনেমার শুটিং শুরু করতেই হয়। ২০২৫ সালেই এই সিনেমার শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। জুলাই মাসের দিকে সেটে যাবেন অভিনেতারা। সৌরভের বায়োপিকে তার স্ত্রী ডোনা গাঙ্গুলির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই চরিত্রের জন্যও তাই শোনা যাচ্ছিল একাধিক অভিনেত্রীর নাম।

Tripti Dimri

ডোনার চরিত্রের জন্য সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছিল তৃপ্তি দিমরির নামের উপর। কারণ সৌরভের মেয়ে সানা নাকি খুব পছন্দ করেন তৃপ্তিকে। সানা নাকি তার মায়ের চরিত্রের জন্য এই অভিনেত্রীকেই চাইছেন। যদিও তৃপ্তিকে এই কারণে রিজেক্ট করা হয়েছে যে তার চেহারার মধ্যে বাঙালিয়ানা নেই। ডোনার চেহারার মধ্যে বাঙালিয়ানা প্রবল। তাই এই সিনেমার জন্য এমন কাউকে খোঁজা হচ্ছে যার চেহারার মধ্যে বাঙালিয়ানা আছে। তার জন্য টলিউডের উপরেই ভরসা রাখা হচ্ছে নাকি।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? ডোনার নাচের স্কুলের বেতন কত জানেন?

Ishaa Saha And Mimi Chakraborty

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর প্রেমে পাগল ছিলেন! আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী

ডোনার চরিত্রে অভিনয় করবেন কে?

গোটা বলিউড ঘুরে ডোনার চরিত্রের জন্য উপযুক্ত কাউকে না পেয়ে শেষ পর্যন্ত নির্মাতারা টলিউডের দুই অভিনেত্রীকে আপাতত নজরে রেখেছেন। একজন হলেন মিমি চক্রবর্তী। অপরজন ইশা সাহা। এবার এই দুই অভিনেত্রীর মধ্যে কাকে শেষ পর্যন্ত চূড়ান্ত করা হবে সেটাই এখন দেখার।