ভেঙেছিল প্রথম বিয়ে! অনামিকাকে বিয়ের আগে কে ছিলেন উদয় প্রতাপ সিংয়ের জীবনে?

উদয় প্রতাপ সিং, বর্তমানে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এই নামটার সঙ্গে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। নায়ক থেকে পার্শ্বচরিত্র, তারপর আবার নায়ক, ইন্ডাস্ট্রিতে উদয় প্রতাপ সিংয়ের জার্নিটায় বেশ চড়াই উতরাই রয়েছে। অনেকটা ঠিক তার ব্যক্তিগত জীবনের মত। জি বাংলার পরিণীতা সিরিয়ালের নায়কের বর্তমান স্ত্রী অনামিকা চক্রবর্তী। কিন্তু অনামিকার আগেও একজন ছিলেন উদয়ের জীবনে। তিনিই ছিলেন উদয়ের প্রথম ভালবাসা।

অনামিকার আগে উদয়ের প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। না, তিনি এই ইন্ডাস্ট্রির কেউ নন। তাই তাকে সেভাবে চেনে না কেউ। তিনি ছিলেন উদয়ের স্কুলের বান্ধবী। স্কুল জীবনে তাদের সম্পর্কটা ছিল আদায় কাঁচকলায়। একে অপরের মুখে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেওয়া থেকে বোতল ছুঁড়ে ঝগড়া করা, এই সবই তারা করতেন। স্কুলের পর সৃজিতা বেঙ্গালুরুতে চলে যান। তখনই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। কিন্তু তাদের মনের টান কখনো কমেনি।

 Uday Pratap Singh

এরপর একদিন পুজোর সময় সৃজিতাকে দেখে উদয়ের মনের পুরনো প্রেম আবার জেগে ওঠে। দুজনেই বুঝেছিলেন ছোটবেলায় একে অপরকে শত্রু বলে ভাবলেও আদতে একে অন্যের জন্য তাদের মনে ঠিক কতটা জায়গা ছিল। তারপর তাদের প্রেম হয় এবং কিছু সময় পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তখন উদয় অভিনয় দুনিয়ার মানুষ। আর সৃজিতাও একটি বউজাতি সংস্থায় কাজ পেয়ে যান। বিয়ের দিনক্ষণ ঠিক হয়েও গিয়েছিল। একটি রিয়েলিটি শোতেও হবু বউকে নিয়ে হাজির হয়েছিলেন উদয়। কিন্তু হঠাৎ করেই সব শেষ হয়ে যায়।

আরও পড়ুন : অঙ্কিতার সঙ্গে ঝগড়া! জগদ্ধাত্রী ছাড়ছেন ‘স্বয়ম্ভু’ সৌম্যদীপ? জল্পনা তুঙ্গে

Who Was Uday Pratap Singh`s Ex Girlfriend

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসবেন মিঠাইয়ের ‘পিঙ্কিজি’! আলাপ করুন অনন্যার হবু বরের সঙ্গে

হঠাৎ করেই উদয় এবং সৃজিতার সম্পর্কের মাঝে নাকি ঢুকে পড়েন অনামিকা। আর তৃতীয় এই সম্পর্কের কারণেই নাকি বিয়ে ঠিক হয়েও উদয় ও সৃজিতার বিয়েটা ভেঙে যায়। অন্যদিকে অনামিকার সঙ্গে উদয়ের সম্পর্কটা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। প্রেম থেকে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া কিংবা লিভ ইন, শুরু থেকেই সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন দুজনে। কয়েক বছর আগেই তাদের বিয়েটা হয়। বর্তমানে বেশ সুখেই সংসার করছেন বাংলা সিরিয়ালের এই দুই সেলিব্রেটি।