৯ বছরের সম্পর্কে ঠকিয়েছিল প্রেমিক! রুবেলের আগে কার সঙ্গে প্রেম করতেন শ্বেতা

রুবেলের আগে কে ছিল শ্বেতার প্রেমিক? কাকে ভালোবেসে মন ভেঙ্গেছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের? রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের রূপকথার মত প্রেম পরিণতি পেল বিয়েতে। কিন্তু রুবেলের আগে শ্বেতার যে সম্পর্কটা ছিল সেটা ভেঙেছিল তার প্রেমিকের বিশ্বাসঘাতকতার জন্য। প্রায় ৯ বছরের সম্পর্ক ছিল দুজনের। যখন শ্বেতার সেই প্রেম ভাঙ্গে তখন তিনি খুবই ভেঙে পড়েন। সেই সময় রুবেল এসে তার পাশে দাঁড়ান।

২০২২ সালে রুবেলের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন শ্বেতা। কিন্তু কেন ভেঙেছিল শ্বেতার পুরনো প্রেম? অভিনেত্রী বলেছিলেন, প্রাক্তন মানেই যে খারাপ হবেন এমন কোনও ব্যাপার নয়। সেটা তার জীবনের একটা অভিজ্ঞতা ছিল। সেই সম্পর্কে থাকাকালীন তিনি বিশ্বাস করতেন সেই মানুষটা তাকে কোনদিনও ছেড়ে যাবে না। কিন্তু মন ভেঙেছিল তার। শ্বেতার পুরনো প্রেমিক ধোঁকা দিয়েছিলেন তাকে সেই সম্পর্কে।

Sweta-Rubel

তার পুরনো প্রেমিক তাকে ছেড়ে অন্য কোনও মহিলার কাছে চলে যান। জোর করে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাননি শ্বেতা। প্রত্যেকেরই জীবনে ভাল থাকার অধিকার আছে। বাবা-মাকে ভালো রাখার অধিকার আছে। এসব কথা ভেবেই তিনি ওই পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। রুবেলের প্রেম তাকে সেই ভাঙ্গা সম্পর্কের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। রুবেলই তার চোখে সেরা মানুষ যিনি তাকে আগলে রেখেছেন।

আরও পড়ুন : বিয়ের মেনুতে কী কী ছিল? অতিথিদের কী কী খাওয়ালেন শ্বেতা-রুবেল?

Sweta-Rubel

আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন শীঘ্রই! এনগেজমেন্ট সেরে নিলেন ‘রোশনাই’ তিয়াসা

টানা দু’বছর প্রেম করার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই জুটি। ‘যমুনা ঢাকি’ সিরিয়াল করতে গিয়েই তাদের প্রেম হয়। রুবেলকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। একথা বহুবার শ্বেতা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। রুবেলের মধ্যে এতোটুকুও ইগো নেই। সম্পর্কে তিনি মাঝে মাঝে ইগো দেখিয়ে ফেললেও রুবেল কখনও এমনটা করেন না। রুবেলের চরিত্রের বেশ কিছু গুণ শ্বেতা এবং তার পরিবারের খুবই পছন্দ। শুধু শ্বেতাকে নয়, তার পরিবারের মনও নিজের ব্যবহারে জয় করেছেন তিনি।