শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) স্বামী কে? কেন স্বামীর সঙ্গে থাকেন না শ্রীলেখা? বিয়ের পর মাত্র কয়েক বছর সংসার করতে পেরেছিলেন শ্রীলেখা। তারপর ছোট্ট মেয়ে মাইয়াকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে নতুন যাত্রা শুরু করেন অভিনেত্রী। ডিভোর্সের পরেও কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো শ্রীলেখার। তাহলে কেন ডিভোর্স নিয়েছিলেন অভিনেত্রী?
একমাত্র মেয়ে মাইয়াকে নিয়ে বহুদিন ধরেই একা থাকেন শ্রীলেখা। আসলে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে তার ডিভোর্স হয়েছে বেশ কয়েক বছর আগে। ২০০৪ সালে শিলাদিত্য ও শ্রীলেখার বিয়ে হয়। ভালোবেসেই বিয়ে করেছিলেন দুজনে। শিলাদিত্য পেশায় একজন ফটোগ্রাফার। তবে তাদের বিয়েটা সুখের হয়নি। এর জন্য পারস্পরিক বোঝাপড়ার অভাবকেই দায়ী করেছেন অভিনেত্রী।
তবে বিচ্ছেদ হলেও শিলাদিত্য ও তার পরিবারের সঙ্গে শ্রীলেখার সম্পর্ক খুবই ভালো। প্রাক্তনকে নিয়ে কখনও কোনও বিরূপ মন্তব্য শোনা যায়নি তার মুখে। ডিভোর্সের পর আর দ্বিতীয়বার বিয়েও করেননি শ্রীলেখা। কারণ হিসেবে জানিয়েছিলেন তার প্রাক্তন স্বামী এতটাই হ্যান্ডসাম যে আর কাউকে নাকি মনেই ধরেনি অভিনেত্রীর। সংসার ভাঙ্গলেও বিভিন্ন সময় শ্রীলেখা ও শিলাদিত্যকে মেয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়। কাজেই জীবনের পথ আলাদা হলেও প্রাক্তনের সঙ্গে মনের দূরত্ব এতোটুকুও নেই শ্রীলেখার।
আরও পড়ুন : ফোন ধরতেই খোয়া গেল লক্ষাধিক টাকা! সাইবার ডাকাতিতে সর্বস্ব হারালেন শ্রীলেখা মিত্র
আরও পড়ুন : মানসিক অবসাদে মোটা হয়েছেন! সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন শ্রীলেখা মিত্র
শুধু শিলাদিত্য নন, তার পরিবারের সকলের সঙ্গেও শ্রীলেখার সম্পর্ক খুবই ভালো। সম্প্রতি শিলাদিত্যর পিসি ওরফে পিসি শাশুড়ির সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছিলেন শ্রীলেখা। সঙ্গে ছিল মেয়ে মাইয়াও। পিসি শাশুড়ির সঙ্গে ছবি শেয়ার করেছে শ্রীলেখা লিখেছেন, ‘‘আমার পিসি শাশুড়ি। না, উনি আমার এক্স নন, ওঁনার সঙ্গে ডিভোর্স হয়নি’’। কিছুদিন আগে শিলাদিত্যের ভাইয়ের বিয়েতে গিয়ে বৌদির দায়িত্ব পালন করেছিলেন শ্রীলেখা।