শোলাঙ্কি রায়ের প্রাক্তন স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী?

বিয়ের পরপরই ডিভোর্স! অভিনেত্রী শোলাঙ্কি রায়ের (Solanki Roy) প্রাক্তন স্বামী কে জানেন? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী? বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকা বর্তমানে সিঙ্গেল। কিন্তু কয়েক বছর আগে তিনি বসেছিলেন বিয়ের পিঁড়িতে। ছোটবেলার বন্ধুকে বিয়ে করে সংসার করবেন বলে। কিন্তু সেই বিয়েটা একেবারেই টেঁকেনি।

ইচ্ছেনদী, প্রথমা কাদম্বিনী, গাঁটছড়া খ্যাত অভিনেত্রী শোলাঙ্কি রায় দর্শকদের খুবই পছন্দের একজন নায়িকা। বিভিন্ন ওয়েব সিরিজেও ইদানিং দেখা যাচ্ছে তাকে। তবে ব্যক্তিগত জীবন গোপনই রাখেন অভিনেত্রী। সিরিয়ালে অভিনয় করতে করতেই শোলাঙ্কি বিয়ে করেছিলেন তার ছোটবেলার বন্ধু শাক্য বসুকে। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি।

Solanki Roy

বিয়ের পর কিছুদিন কাজ থেকে ব্রেক নিয়ে সংসারে মন দেন অভিনেত্রী। কিন্তু সংসারটা আর ঠিক করা হয়ে উঠল না তার। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। তাদের মধ্যে ডিভোর্স হয়েও গিয়েছে। তবে প্রাক্তনের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। শাক্যর মত মানুষ হয় না, এমনটাই বলেন শোলাঙ্কি। এরপর কিছুদিন অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার প্রেমের জল্পনা চলেছিল। কিন্তু তারা কেউই সেটা স্বীকার করেন না।

আরও পড়ুন : নিম ফুলের মধুতে আসছে ‘পুষ্পা’র ‘শ্রীবল্লি’! বাংলা সিরিয়ালে আসছে দারুণ চমক

Solanki Roy

আরও পড়ুন : বাস্তবে কাকে বিয়ে করতে চলেছে পূজারিণী? দেখুন রত্নপ্রিয়ার ‘মহারাজে’র আসল পরিচয়

শোলাঙ্কি বর্তমানে সিরিয়াল থেকে ব্রেক নিয়ে টলিউডে তার ভাগ্য পরীক্ষা করছেন। বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজে কাজ করে তিনি প্রচুর খ্যাতি পেয়েছেন। যীশু সেনগুপ্তের সঙ্গে ‘বাবা বেবি ও’ সিনেমা করেও তিনি অনেক জনপ্রিয়তা পান। সামনেই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ভাগ্যলক্ষ্মী’। আপাতত সেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।