ভারতের প্রথম মহিলা কমেডিয়ান, পেলেন না যোগ্য সম্মান! কোথায় হারিয়ে গেলেন টুনটুনি?

ভারতের প্রথম মহিলা কমেডিয়ান, যাকে কমেডি কুইন বলে বলিউড। নাম তার উমাদেবী খাতরি। তবে সবাই তাকে চেনেন টুনটুনি নামে। গোলগাল চেহারার এই অভিনেত্রী যখন ক্যামেরার সামনে আসছেন তখন তাকে দেখলেই হেসে গড়িয়ে পড়তেন দর্শকরা। পুরুষ কমেডিয়ানদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র মহিলা। একদিকে তুখোর অভিনেত্রী, অন্যদিকে দারুণ গায়িকা। এক অনবদ্য প্রতিভা ছিলেন টুনটুনি।

ভারত তথা বলিউডের প্রথম মহিলা কমেডিয়ান ছিলেন টুনটুনি

টুনটুনি যে সময় বলিউডে প্রবেশ করেন সেই সময় একজন মহিলা হয়ে কমেডিয়ান হয়ে ওঠা খুব একটা সহজ কাজ ছিল না। মেয়েদের অভিনয়টাকেই তখন ভীষণ খারাপ নজরে দেখা হত। কিন্তু বলতে গেলে সমাজের সঙ্গে লড়াই করেই কৌতুক শিল্পী হয়েছিলেন টুনটুনি। ২০০ টিরও বেশি সিনেমাতে অভিনয় করে ফেলেন তিনি। অসাধারণ কণ্ঠে গান গেয়েছেন অন্তত ৪৫টি সিনেমায়।

Tuntuni

টুনটুনির ফিল্মি কেরিয়ার

১৯৪৭ সালের দর্দ সিনেমায় ‘আফসানা লিখ রহি’ গানটি গাওয়ার দরুন বেশ জনপ্রিয়তা পান তিনি। এরপর তিনি শুরু করেন অভিনয়। বড় বড় তারকাদের সিনেমাতে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে উপস্থিত হতেন টুনটুনি। ছোট ছোট রোলে অনবদ্য অভিনয় করে দর্শকদের আনন্দ দিতেন। দিলীপ কুমারের সঙ্গেও তিনি বেশ কিছু সিনেমাতে কাজ করেছিলেন।

আরও পড়ুন : টলিউড দিল না যোগ্য সম্মান! কমেডিয়ান সুনীল মুখোপাধ্যায়ের পরিণতি হয়েছিল খুবই মর্মান্তিক

Tuntuni

আরও পড়ুন : ১৬ বছরে আমূল বদলেছে চেহারা! কোথায় হারিয়ে গেলেন থ্রি ইডিয়টসের চতুর রামালিঙ্গাম?

প্রায় ৫০ বছর বলিউডে কাটিয়েছেন।বলিউডে তার অবদান কিছু কম নেই। তবুও বলিউড তাকে মনে রাখেনি। উমা দেবীর শেষ জীবনটা খুবই কষ্টে ও নিঃসঙ্গতায় কেটেছে। তার প্রয়াণ ঘটেছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু নিজের কাজের মাধ্যমে উমা দেবী আজও টুনটুনি হয়ে বেঁচে রয়েছেন দর্শকদের মনে।