The Kashmir Files-এর শারদা পণ্ডিত আসলে কে, প্রকাশ্যে এল তার আসল পরিচয়

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) তোলপাড় করেছে গোটা বিশ্বকে। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের তাদের বাসস্থান থেকে বিতরণ করার জন্য জঙ্গিরা তাদের উপরে যে অকথ্য অত্যাচার চালিয়েছিল সেই হাড়হিম করা গল্প অনস্ক্রিন দেখে স্তব্ধ হয়েছেন দর্শকরা। তবে অনেকেই এই কাহিনীকে মনগড়া বলছেন। বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এই ছবিতে শারদা পন্ডিতের (Sharda Pandit) কাহিনী মিথ্যে ছিল না।

ছবিতে শারদা পন্ডিতের মর্মান্তিক মৃত্যু দেখে চোখে জল এসেছে দর্শকদের। এই শারদা পন্ডিত কে ছিলেন জানেন? ‌ এই চরিত্র কোনও কাল্পনিক চরিত্র ছিল না। ১৯৯০ সালে কাশ্মীরের হিংসার শিকার হয়েছিলেন গিরজা টিক্কু (Girja Tikku)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর শারদার চরিত্রটিকে গিরজার আদলেই বানিয়েছেন পরিচালক। সম্প্রতি তার ভাইঝি সোশ্যাল মিডিয়াতে তার পিসির সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরেছেন, যা শুনে শিউরে উঠছেন নেটিজেনরা।

The Kashmir Files

গিরজার ভাইঝি সিদ্ধি রায়না আমেরিকাতে থাকেন। সম্প্রতি তিনি আমেরিকায় বসে ছবিটি দেখেছেন। ছবি দেখে মুহূর্তের মধ্যেই তার নিজের পিসির কথা মনে পড়ে গিয়েছে। ছবিতে যেমন দেখানো হয়েছে ৩০ বছর আগে তার পিসিকে তেমনই হিংস্রতার শিকার হতে হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে সিদ্ধি লিখেছেন তার পিসি বাসে করে তার বেতন আনতে যাচ্ছিলেন। মাঝপথে বাস থামিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। যাদের মধ্যে গিরজার এক সহকর্মীও ছিল।

যেমনটা ছবিতে দেখানো হয়েছে গিরজাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। জীবিত অবস্থাতেই ধারালো করাত দিয়ে তার শরীর টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। পরিবারের মেয়ের সঙ্গে এমন ঘটনা এমনই আতঙ্ক তৈরি করেছিল যে গিরজার ভাইয়েরা পরবর্তী দিনেও কেউ এই বিষয় নিয়ে ভয়ে কোনও কথা বলতে পারতেন না। সোশ্যাল মিডিয়াতে সেই কথা লিখেছেন গিরজার ভাইঝি।

 

View this post on Instagram

 

A post shared by Sidhi Raina (@sidhiraina)

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি বক্স-অফিসে রেকর্ড গড়ছে একের পর এক। ছবি মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির বক্স অফিস সাফল্য ছুঁয়ে ফেলেছে এই ছবি। ছবি বানানোর জন্য ৪ বছর ধরে প্রায় সাড়ে পাঁচ হাজার ঘন্টার গবেষণা চালিয়েছিলেন পরিচালক। তার গবেষণার ফলশ্রুতিতে যে ছবি উঠে এসেছে তা বলিউডে ইতিহাস গড়তে চলেছে।