বলিউডের শাহেনশা তিনি। বরাবরই তার মহিলা ফ্যান ফলোয়ার্স প্রচুর। বলিউডেও বহু নায়িকা অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছেন। তবে জানেন কি অমিতাভ বচ্চনের প্রথম প্রেম শুরু হয়েছিল কলকাতাতে? কর্মক্ষেত্রের বেশ কিছুদিন কলকাতায় থাকতে হয়েছিল অমিতাভকে। তখনই তিনি তার প্রথম প্রেমিকার দেখা পান। এমনকি তাকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ। কে ছিলেন অমিতাভের প্রথম প্রেমিকা? কেনই বা ভেঙ্গেছিল তাদের সম্পর্ক?
অমিতাভ বচ্চনের কলকাতার প্রেমিকা কে ছিলেন?
বলিউডে পা রাখার আগে অমিতাভ যখন কলকাতায় এসেছিলেন কাজের সূত্রে তখন মায়া নামের এক তরুণীর সঙ্গে তার আলাপ হয়। মায়া ব্রিটিশ এয়ারলাইন্সে চাকরি করতেন। মায়ের সঙ্গে অমিতাভের সম্পর্ক ছিল খুবই গভীর। এরপর চাকরি ছেড়ে মুম্বাইতে চলে যান অমিতাভ। এখানে তিনি এক মায়ের বান্ধবীর বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু ওই বাড়ি থেকে মায়ার সঙ্গে যোগাযোগ রাখলে সব কিছু জানাজানি হয়ে যাবে, এই ভয়ে অমিতাভ বাড়ি পাল্টানোর কথা ভাবছিলেন। তখন অমিতাভকে সাহায্য করেন তার বন্ধু আনোয়ার। আনোয়ার ছিলেন বলিউড অভিনেতা মেহমুদ আলির ভাই। মায়ার সঙ্গে অমিতাভের সম্পর্ক ভাঙার পেছনে আনোয়ারেরই হাত ছিল।
আনোয়ারের খুঁজে দেওয়া নতুন বাড়িতে থেকে প্রথম প্রথম মায়ার সঙ্গে অমিতাভের প্রেম বেশ ভালই চলছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়ালেন আনোয়ার। অমিতাভের প্রেমিকা হিসেবে মায়াকে তার একেবারেই পছন্দ হচ্ছিল না। তার কারণ অমিতাভ ছিলেন খুবই লাজুক স্বভাবের মানুষ। আর মায়া খোলামেলা মনের মানুষ ছিলেন। দুজনের ব্যক্তিত্ব ছিল একেবারেই বিপরীত। তাই আনোয়ার ক্রমাগত অমিতাভকে মায়ার ব্যাপারে সতর্ক করতে থাকেন।
আরও পড়ুন : ব্লাউজ খুলে শুধু অন্তর্বাস পরতে হবে! অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিংয়ে যা করেছিলেন মাধুরী
আরও পড়ুন : সব নায়িকাকে ছেড়ে কেন জয়াকেই বিয়ে করলেন অমিতাভ বচ্চন?
বারবার আনোয়ারের কথা শুনতে শুনতে অমিতাভেরও এক সময় মনে হতে থাকে মায়া তার জন্য উপযুক্ত নন। ধীরে ধীরে মায়ার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ততদিনে অমিতাভ বলিউডে প্রবেশ করেছেন। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মায়ার সঙ্গে তার যোগাযোগ কমতে কমতে একসময় বন্ধই হয়ে যায়। ক্রমে মায়া অমিতাভের মন থেকে মুছে যেতে থাকেন। একটা সময় পর তাদের যোগাযোগ একেবারে বন্ধই হয়ে যায়।