শ্রেয়া ঘোষাল নয়, সুনিধি চৌহানও ফেল! ভারতের সবথেকে ধনী গায়িকা কে?

শ্রেয়া ঘোষাল নন, সুনিধি চৌহান কিংবা নেহা কক্কররাও ফেল। জানেন কি ভারতের সবথেকে ধনী গায়িকা কে? তার মোট সম্পত্তির পরিমাণ শুনলে বলিউড নায়িকারাও লজ্জা পাবেন। তিনি জনপ্রিয় সংগীত নির্মাতা তথা টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের মেয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তিনি কে? নাম তার তুলসী কুমার (Tulsi Kumar)।

তুলসী কুমার নিজেও একজন জনপ্রিয় গায়িকা। জনপ্রিয়তার বিচারে তিনি বলিউডের সেরা গায়িকাদের তুলনায় কোনও অংশে কম নয়। বলিউডের বহু সুপারহিট গানের প্লেব্যাক তিনি গেয়েছেন। তার অনেক অ্যালবামও আছে। ১৯৮৬ সালের ১৫ই মার্চ তুলসী কুমারের জন্ম হয় মুম্বাইতে। নয়া দিল্লিতে তিনি স্কুল এবং কলেজের পড়াশোনা করেছেন। সাইকোলজিতে অনার্স করেছেন তুলসী‌। তবে ছোট থেকেই তার গানের প্রতি খুবই আগ্রহ ছিল। মাত্র ৬ বছর বয়স থেকে তিনি গান শিখতে শুরু করেন। শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছিলেন তুলসী। কিন্তু তার দুর্ভাগ্য, যখন তার বয়স মাত্র ১১ বছর, তখন তার বাবা গুলশন কুমারের মৃত্যু হয়।

Tulsi Kumar

তুলসী কুমার ২০০৬ সাল থেকে হিন্দি ছবিতে প্লেব্যাক গাইতে শুরু করেন। দর্শন রাভাল, হিমেশ রেশমিয়া, আরমান মালিক, জ়ুবিন নৌটিয়াল, অরিজিৎ সিংহ, বাদশা, আতিফ আসলামের মত গায়কের সঙ্গে গেয়েছেন তিনি। ২০০৯ সালে তুলসী কুমারের নিজস্ব অ্যালবাম মুক্তি পায়। তিনি ‘চুপ চুপ কে’, ‘হমকো দিওয়ানা কর গয়ে’, ‘অকসর’, ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু বার্বার’, ‘দুলহা মিল গয়া’, ‘পাঠশালা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘রেডি’, ‘দবং ২’, ‘আশিকি ২’, ‘ইয়ারিয়া’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘রয়’, ‘সাহো’, ‘বাঘি ৩’-এর মত ছবিতে গান গেয়েছেন।

আরও পড়ুন : পক্ষাঘাতে বেঁকে গিয়েছে মুখ! সুন্দরী হওয়ার অপারেশন করিয়ে বিপাকে আলিয়া

Tulsi Kumar

আরও পড়ুন : শ্বশুরবাড়িতে অশান্তির কারণ! শাশুড়িদের দুচোখের বিষ এই বলিউড নায়িকারা

বর্তমানে তুলসী কুমার ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ভারতীয় গায়িকাদের মধ্যে তার সম্পত্তির পরিমাণ সবথেকে বেশি। তার পেছনে রয়েছেন শ্রেয়া ঘোষাল। যার মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা। আর তৃতীয় নম্বরে রয়েছেন নেহা কক্কর। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। তুলসী কুমার ২০১৫ সালে বিয়ে করেছেন ব্যবসায়ী হিতেশ রলহনকে। ২০১৭ সালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।