একটা সিনেমার জন্য নেন ১ কোটি টাকা! কে এই টলিউড অভিনেতা?

দেব নন, জিতও ফেল, জানেন কি টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা কে? না তিনি প্রসেনজিৎ চ্যাটার্জীও নন। পারিশ্রমিকের বিচারে তিনি এই অভিনেতার ধারেকাছেও নন। তিনি শুধু টলিউডে সীমাবদ্ধ নন, সীমানা বিস্তার করেছেন বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও। বাংলার পাশাপাশি বলিউডেরও ‘দাদা’ তিনি। বাংলা সিনেমার বিচারে তার পারিশ্রমিক আকাশ ছোঁয়া। ছবি পিছু তিনি যে পারিশ্রমিক পান, তার কাছে দেব, জিৎ, প্রসেনজিতও বাচ্চা।

বাংলা সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে?

যার কথা বলছি তিনি আর কেউ নন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী। কেরিয়ারের শুরু থেকেই কলকাতা থেকে মুম্বাই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ইদানিং সিনেমার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতেও হাজির হন তিনি। এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলা ডান্স বাংলা ডান্সে। সেই সঙ্গে আসন্ন সিনেমা ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র প্রচার চালাচ্ছেন জোর কদমে। পারিশ্রমিক নিয়েও সম্প্রতি মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।

 Mithun Chakraborty

কত টাকা পারিশ্রমিক নেন মিঠুন চক্রবর্তী?

মিঠুন নিজের মুখেই জানিয়েছেন তিনিই বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেতা যিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। তার কথায়, “আমিই ১ কোটি টাকা পারিশ্রমিক নিই। বাংলা ছবির বাজেট এখনও ওই অংকের উপরে উঠতে পারল না। তাহলে আর উন্নতি কোন দিক থেকে হবে?” মিঠুনের কথায় স্পষ্ট এই যে বাংলা সিনেমা থেকে তিনি এত টাকা পান না। এই টাকা তিনি বলিউড থেকে পেয়েছেন।

আরও পড়ুন : মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলেন মিঠুন! মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রথম স্ত্রীর

 Mithun Chakraborty

আরও পড়ুন : প্রেমে ঠকিয়েছিলেন মিঠুন, ব্রেকআপের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর?

সেই সঙ্গে মিঠুন এও বলেছেন বর্তমানে যে পরিমাণ টাকা খরচ করে ১৪-১৫ দিনের শুটিং এর মধ্যে একটি ছবি বানানো হচ্ছে, সেই জায়গায় যদি টাকার পরিমাণ আর একটু বাড়িয়ে যত্ন নিয়ে ছবি তৈরি করা হতো, তাহলে সেই ছবি সফল হতে বাধ্য। যদিও শুধু বাজেটের উপর ছবির সাফল্য নির্ভর করে না বলে তিনি মনে করেন। তার সঙ্গে ছবির গল্পের উপরেও জোর দিতে হবে। তিনি এও বলেছেন গত বছর রাজ চক্রবর্তীর সন্তান সিনেমায় তিনি মানুষকে কাঁদিয়েছেন। আর এবার শ্রীমান ভার্সেস শ্রীমতি সিনেমায় তিনি মানুষকে হাসাবেন।