স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) -তে জনপ্রিয় সিরিয়ালগুলিতে নায়ক, নায়িকা, ভিলেন ছাড়াও শিশুশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কোথাও কোথাও তো আবার শিশুশিল্পীরাই প্রধান চরিত্র হয়ে থাকেন। এমন সিরিয়ালগুলি দর্শকরা দেখতে খুবই পছন্দ করেন। স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত তেমনই একটি সিরিয়াল ছিল গোপাল ভাঁড় (Gopal Bhar)।
এই সিরিয়ালটিতে প্রধানত বাংলার বিখ্যাত ঐতিহাসিক চরিত্র তথা কমেডিয়ান গোপাল ভাঁড়ের ছোটবেলার কাহিনীর উপর জোর দেওয়া হয়েছিল। যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন রক্তিম সামন্ত (Raktim Samanta)। খুব কম বয়সে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপরেও তাকে বেশ কিছু টেলিভিশন শো এবং বর্তমানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) সিরিয়ালে দেখা যাচ্ছে।
আসলে রক্তিমের টেলিভিশন দুনিয়ার যাত্রা কিন্তু শুরু হয়েছিল জি বাংলা এর ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) -র হাত ধরে। ডান্স বাংলা ডান্সের একটি সিজনে তিনি সঞ্চালনা করতেন। তারপর রচনা ব্যানার্জী (Rachana Banerjee) -র দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এবং সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) -র দাদাগিরি (Dadagiri) থেকে ডাক পেয়েছিলেন তিনি। ধীরে ধীরে বাড়ে তার জনপ্রিয়তা। তার কেরিয়ারের মোড় ঘুরতে শুরু করে।
স্টার জলসার গোপাল ভাঁড় সিরিয়ালের ছোট্ট গোপাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান রক্তিম। অতটুকু বয়সে এমন একটি চরিত্রে নিখুঁত অভিনয়, দর্শকদের খুব তাড়াতাড়ি মুগ্ধ করে ফেলেছিলেন রক্তিম। তবে গোপাল ভাঁড় শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি থেমে থাকেননি। টেলিভিশনের একের পর এক প্রজেক্ট এসেছে তার হাতে।
কিছুদিন আগেই জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সেই সঙ্গে কিন্তু সিনেমার পর্দাতেও তিনি পা রেখেছেন। ঋতাভরী চক্রবর্তী ও আবীর চ্যাটার্জীর সঙ্গে ফাটাফাটি (Fatafati) সিনেমাতে অভিনয় করেন রক্তিম। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাতেও বেশ মনোযোগী। বর্তমানে উত্তর কলকাতার দিল্লি পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র তিনি।
আরও পড়ুন : ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’ দুর্দান্ত অভিনয়, সেরার সেরা পুরস্কার পেলেন ‘মানিক’ সুকৃত
রক্তিম খুব ছোটবেলা থেকেই অভিনয় করছেন। অভিনয়টা যেন তার রক্তে মিশে রয়েছে। এর জন্য আলাদা করে কোনও ক্লাস তাকে করতে হয়নি। যদিও গোপাল ভাঁড়ের মত আগের সেই গোলগাল চেহারা এখন নেই। আগের তুলনায় অনেকটাই রোগা হয়ে গিয়েছেন তিনি। তবে সিরিয়ালের মত বাস্তবেও খেতে বড় ভালবাসেন এই খুদে অভিনেতা।
আরও পড়ুন : ফ্রক পরা ছোট্ট এই মেয়ে আজ বাংলার ‘নায়িকা নাম্বার ১’, দেখুন চিনতে পারছেন তাকে?