‘অসুর’ সিরিজের শুভ যোশী বাস্তবে কে? চমকে দেবে এই অভিনেতার আসল পরিচয়

Asur Series Shubh Joshi : ভারতের প্রথম মাইথোলজিক্যাল সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ ‘অসুর’ (Asur) নিয়ে কার্যত দেশে চর্চার অন্ত নেই। এই সিরিজ একসঙ্গে অনেকগুলি বিষয় দর্শকদের মনের মধ্যে সরাসরি গেঁথে দিয়েছে। ‘অসুর’ ওয়েব সিরিজের প্রথম সিজন মুক্তি পাওয়ার পর তোলপাড় হয়েছিল দর্শক মহল। গল্পের প্রধান খলনায়ক শুভ যোশী দর্শকদের হাড়ে হিম ধরিয়ে দিয়েছে প্রথম সিজন থেকেই।

মাত্র ১২ বছর বয়সী তীক্ষ্ণ মেধাসম্পন্ন বালক শুভ নিজেকে অসুর ভেবে তার বাবাকেই হত্যা করে ফেলে। এরপর শুরু হয় তার হত্যালীলা। নিজেকে কলি অসুর মেনে নিয়ে নিরীহ ভাল মানুষদের মেরে সে ভগবান বিষ্ণুর কল্কি অবতারকে বারবার চ্যালেঞ্জ জানাতে থাকে। এই যুদ্ধে তার অস্ত্র হয় প্রযুক্তি। শুভ যোশীর ছোটবেলার চরিত্রটিকে পর্দায় তুলে ধরেছেন বিশেষ বানসাল (Vishesh Bansal)

Vishesh Bansal

১৯ বছর বয়সী এই অভিনেতা শুভের চরিত্রটিকে এমনভাবে পর্দায় উপস্থাপন করেছেন যে দর্শকরা তার অভিনয় পছন্দ করতে শুরু করেছেন। তার চোখ থেকে যেন নজর ফেরানো যায় না, ডায়লগ বলার ভঙ্গিমা অসাধারণ। দর্শকরা বলছেন বিশেষ সিরিজের অন্যান্য তারকা আরশাদ ওয়ার্সি (Arshad Warsi), বরুণ সোবতি (Varun Sobti) -কেও নাকি টেক্কা দিয়েছেন অভিনয়ে।

খুব ছোটবেলা থেকেই কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ। তিনি বরুণ সোবতির অনতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইস পেয়ার কো কেয়া নাম দু’ (Iss Pyaar Ko Kya Naam Dun) -তে তার ছেলের ভূমিকাতে অভিনয় করেছিলেন। আর এখন ‘অসুর’ সিরিজে তারা দুজনে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে! মাত্র ১০ বছর বয়সে ‘সূর্যপুত্র কর্ণ’ (Sooryaputra Karna) সিরিয়ালে তিনি যে অসাধারণ স্টান্ট দেখিয়েছিলেন দর্শকরা তা ভুলতে পারেননি আজও।

Vishesh Bansal

অভিনয়ের পাশাপাশি ঘোড়ায় চড়া, তীরন্দাজি থেকে স্নো বোর্ডিংয়েও পারদর্শিতা রয়েছে বিশেষের। তিনি সিরিয়াল ছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে এর আগে কাজ করেছিলেন। ‘ইয়ে মেরি ফ্যামেলি’ (Yeh Meri Family), ‘স্ক্যাম ২’ (Scam 2) ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সেই সঙ্গে তাকে বম্বে টকিজ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

Vishesh Bansal

আরও পড়ুন : বাংলার সেরা ৫ গোয়েন্দা ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে হবে চরম মিস

বিশেষ তার প্রত্যেকটি কাজের মাধ্যমে যেন দর্শকদের মনের আরও খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। বিশেষ করে ‘অসুর’ ওয়েব সিরিজের শুভের চরিত্রটা এমনই যে তা দর্শকদের মনের মধ্যে অনেক প্রভাব ফেলে দেয়। এই চরিত্রটাকে ফুটিয়ে তোলাটাও ছিল বিশেষের কাছে বেশ চ্যালেঞ্জের। তবে তিনি এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পেরেছেন।

আরও পড়ুন : মিষ্ট্রি-থ্রিলার থেকে সাসপেন্সে ভরপুর, এই সপ্তাহেই OTTতে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ