‘কেজিএফ ২’ (KGF 2) মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে যশ । প্রশান্ত নীলের এই ছবিটি মুক্তির আগে থেকেই দর্শক মহলে সাড়া ফেলে দেয়। ‘কেজিএফ চ্যাপটার ১’ মুক্তি পাওয়ার পর থেকেই ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ‘রকি ভাই’ ওরফে যশ (Yash) এখন দর্শকদের কাছে সুপারস্টার!
খুব অল্প সময়ের মধ্যেই যশ সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়েছেন। কেজিএফ তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন দক্ষিণের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি অগ্রগণ্য। ২০১৭ সালে ‘বাহুবলী দ্য কনক্লুশান’ এর মাধ্যমে প্রভাস (Prabhas) যেমন রাতারাতি সুপারস্টার হয়ে উঠেছিলেন, তেমনই যশও এখন দক্ষিণী সিনেপ্রেমীদের সেন্সেশন হয়ে উঠেছেন।
প্রভাস এবং যশ, দুজনেরই কেরিয়ার এখন তুঙ্গে। জনপ্রিয়তার বিচারে কেউ কারও থেকে কোনও অংশে কম যান না। তাই বর্তমানে তাদের সম্পত্তির হিসেব নিয়েও ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্পত্তি নিরিখে এগিয়ে থাকছেন কে?
প্রথমেই আসা যাক প্রভাসের সম্পত্তি প্রসঙ্গে। প্রভাস বিগত ২০ বছর ধরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বর্তমানে প্রতি মাসে তার গড়ে ৩ কোটি টাকা উপার্জন হয়। বছরে তার উপার্জন প্রায় ৪০ কোটি টাকা। হায়দ্রাবাদের ফিল্ম নগরে তার একটি কাস্টমাইজড বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে Rolls Royce, Jaguar এর মতো নামিদামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। প্রত্যেক গাড়ির দাম অন্ততপক্ষে ১-২ কোটি টাকা। ‘বাহুবলী’ খ্যাত তারকার কাছে মোট ২১৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অন্যদিকে যশ প্রভাসের তুলনায় ইন্ডাস্ট্রিতে কম দিন কাজ করেছেন। তিনি বিগত ১২ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। প্রত্যেক ছবির জন্য বর্তমানে ২ কোটি টাকা নিচ্ছেন তিনি। প্রতি মাসে তার উপার্জন ৫০ লাখ এর কাছাকাছি। বছরে তিনি ৫ কোটি টাকার কাছাকাছি উপার্জন করেন। কেজিএফ ২ মুক্তি পাওয়ার আগে বেঙ্গালুরুতে একটা ডুপ্লেক্স কিনেছেন তিনি। প্রভাসের মত তিনিও গাড়ির শখ রাখেন। Mercedes Benz DLS 350D, Mercedes GLC 250D Coupe, Audi Q7, BMW 520D, Range Rover Evoque এবং Pajero Sport মডেলের গাড়ি রয়েছে তার কাছে। যশের মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা।