মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) স্ত্রী আসলে কে? মহাগুরুর স্ত্রীও ছিলেন বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী। মিঠুনের সুন্দরী স্ত্রীকে চেনেন? জানেন কেরিয়ারের শীর্ষে থাকতেও কেন মিঠুন চক্রবর্তীর স্ত্রী ছেড়ে দিয়েছিলেন অভিনয়?
মমতা শংকর, সারিকা, হেলেনা থেকে শ্রীদেবী, মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়েছে বলিউডের বড় বড় অভিনেত্রীদের সঙ্গে। মমতা শঙ্করের সঙ্গে বিয়ে ভাঙ্গার পর বোম্বাইতে গিয়ে সারিকা হয়েছিলেন মিঠুনের প্রেমিকা। সেই প্রেম ভাঙ্গার পর হেলেনা লিউককে বিয়ে করেন মিঠুন। সেই বিয়ে ভাঙতেও দেরি হয়নি। এরপর মিঠুন বিয়ে করেন যোগিতা বালিকে (Yogita Bali)। সেই থেকে আজ পর্যন্ত যোগিতাই মিঠুনের স্ত্রী। তবে মিঠুনকে বিয়ে করার আগে তিনি ছিলেন বলিউডের অন্যতম একজন সেরা নায়িকা।
১৯৫২ সালের ১৩ই আগস্ট যোগিতার জন্ম হয়। বাবা যশবন্ত বলিউডের সহকারী পরিচালক এবং অভিনেতা ছিলেন। আর মা হরদর্শন কৌরও ছিলেন প্রযোজক। অভিনেত্রী গীতা বালির ভাগ্নি ছিলেন তিনি এবং শাম্মী কাপুর ছিলেন তার কাকা। তিনি বলিউডে পা রাখেন ১৯৭১ সালে। তার প্রথম ছবি ছিল ‘পাবর্না’। বলিউডে পা রাখার পর খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেন যোগিতা।
অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, দেব আনন্দ, সঞ্জীব কুমার, রাজেশ খান্না, রণধীর কাপুর থেকে সুনীল দত্ত, যোগিতা তৎকালীন ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তবে খুব তাড়াতাড়ি তিনি অভিনয় জীবন থেকে অবসর নিয়ে নেন। ১৯৮৯ সালে ‘আখরি বদলা’ ছিল তার শেষ ছবি।
যোগিতার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক কিছু কম ছিল না। ১৯৭৬ সালে তিনি বিয়ে করেছিলেন কিশোর কুমারকে। কিন্তু মাত্র ২ বছরের মাথায় তাদের বিয়েটা ভেঙে যায়। এরপর যোগিতার সঙ্গে মিঠুনের বিয়ে হয়। কিন্তু কিছু সময় পর তাদের সংসারেও অশান্তি শুরু হয় শ্রীদেবীকে নিয়ে। বিয়ের পরেও মিঠুন শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন শোনা যেতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যোগিতা আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন মিঠুনকে বলে শোনা যায়।
আরও পড়ুন : একাধিক বিয়ে, বারবার বিচ্ছেদ! সিনেমার থেকে কম নয় মিঠুন চক্রবর্তীর জীবন
আরও পড়ুন : মিঠুনকে দুচোখে সহ্য করতে পারতেন না! রাগে মিঠুনের বিরুদ্ধে এই কাজ করেছিলেন কিশোর কুমার
অবশ্য শেষমেষ শ্রীদেবীর সঙ্গে সম্পর্কটা ভেঙেই দেন মিঠুন। যোগিতার সঙ্গেই শুরু করেন সংসার। একে একে তাদের তিন সন্তানের জন্ম হয়। মহাক্ষয় চক্রবর্তী, নমসী চক্রবর্তী এবং উষ্মেয় চক্রবর্তী। আর একটি মেয়েকে দত্তক নেন যোগিতা-মিঠুন, নাম তার দিশানী। ৪ সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের এখন। অভিনয় ছেড়ে কিছুদিন প্রযোজনাও করেছিলেন যোগিতা। তবে পরিবারকে সময় দিতেই তিনি কাজ ছেড়েছেন। কেরিয়ারের থেকেও বিয়ের পর সংসার, পরিবার যোগিতার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।