‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কার ছোটবেলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় বাংলার এই মেয়ে

‘সিটাডেল হানি বানি’(Citadel: Honey Bunny)  এর ছোট্ট নাদিয়া আসলে কে জানেন? প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর প্রিকুয়েল মুক্তি পেয়েছে সদ্য। এখানে ছোট্ট নাদিয়ার ভূমিকাতে অভিনয় করেছেন শিশু শিল্পী কাশভি মজুমদার (Kashvi Majmundar)। এই বাঙালি মেয়ের অভিনয় দেখে মুগ্ধ গোটা বিশ্ব। চলুন আজ আপনাকে আলাপ করাই কাশভির সঙ্গে।

বাঙালি হলেও কাশভি থাকে দুবাইতে। সংযুক্ত আরব এমিরেটসের একটি স্কুলে পড়ে সে। তার বয়স এখন মাত্র ৯ বছর। দুবাইতে মা-বাবা এবং ছোট ভাইকে নিয়ে সংসার তার। ছোট থেকেই অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ তার। আবার সে খুব ভালো নাচতেও পারে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত নাচ করে সে। নাচে বেশ কিছু পুরস্কারও উঠেছে তার ঝুলিতে। ‘সিটাডেল হানি বানিতে’ নাদিয়ার ছোটবেলার গল্প দেখানো হয়েছে। সেখানে তার বাবা এবং মায়ের ভূমিকাতে অভিনয় করেছেন যথাক্রমে বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। এই সিরিজের পরিচালনা করেছেন রাজ নিডিমরু এবং কৃষ্ণ ডিকে।

Kashvi Majmundar

মার্কিন যুক্তরাষ্ট্রের স্পাই থ্রিলার ওয়েব সিরিজ সিটাডেল মুক্তি পেয়েছে গত বছর। নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বাভাবিকভাবেই এই ওয়েব সিরিজ নিয়ে বেশ হইচই পড়েছিল এই দেশে। সেই সিরিজের প্রিকুয়েলে ছোট নাদিয়ার চরিত্র দিয়েই সিনেমার দুনিয়াতে হাতে খড়ি হল কাশভির। জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালো সে। কিন্তু এতটুকুও ভয় করেনি তার।

বরুণ ধাওয়ান এবং সামান্থার নাচের খুব বড় ভক্ত কাশভি। সামান্থার সঙ্গে দেখা হওয়ার পর ‘উ অন্তভা’ নাচে তার পারফরমেন্সের জন্য প্রশংসাও করেছে কাশভি। আপাতত অভিনয়টাকে নিয়েই এগোতে চায় সে। আগামী দিনে বিভিন্ন চরিত্রে কাজ করতে চায়। বিশেষ করে গোয়েন্দা কিংবা অ্যাকশন চরিত্রে কাজ করার ইচ্ছে আছে তার। বলিউড অভিনেত্রী নয়, প্রিয়াঙ্কার মত আন্তর্জাতিক অভিনেত্রী হতে চায় কাশভি। আপাতত নিজের লক্ষ্যেই এগোচ্ছে সে।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর প্রেমে পাগল ছিলেন! আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী

Kashvi Majmundar

আরও পড়ুন : রশ্মিকা মান্দানার প্রাক্তন স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী?

‘সিটাডেল হানি বানি’ মুক্তির পর কাশভির প্রশংসায় পঞ্চমুখ সকলে। ইনস্টাগ্রামে তার ১ লক্ষ ৭৬ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। এখন থেকেই স্টারডম উপভোগ করতে শুরু করেছে সে। এখন যখন কাশভি স্কুলে যায় তখন সবাই তাকে দেখে চিনতে পারে। এটা তাকে অনেক আনন্দ দেয়। ছোটতে শিশু শিল্পী হিসেবে বাজিমাত করেছে কাশভি। আগামী দিনে তার জন্য আরও অনেক সম্ভাবনা অপেক্ষা করে আছে, এমনটাই মনে করছেন দর্শকরা।