বর্তমানে বাঙালি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সেরার সেরাদের অন্যতম একজন নিরঞ্জন মন্ডল। যাকে নেট নাগরিকরা লাফটারসেন নামেই চেনেন। বিভিন্ন সামাজিক বিষয়বস্তু নিয়ে কনটেন্ট বানান তিনি। ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেন শিক্ষামূলক বার্তা। লাফটারসেন সম্পর্কে তো অনেকেই জানেন। তবে তার প্রেমিকের সম্পর্কে জানেন কি? নিরঞ্জন মন্ডলের প্রেমিকও কিন্তু এই বিনোদন ইন্ডাস্ট্রিরই মানুষ। আজ এই প্রতিবেদনে রইল তার পরিচয়।
সমকামিতা ভারতবর্ষে অপরাধ নয় এখন আর। এই আধুনিক উন্নত সমাজে নিরঞ্জন মন্ডলও খুঁজে নিয়েছেন তার জীবনসঙ্গী। তার প্রেমিকের নাম মৈনাক। তারা গত ৪ বছর ধরে একসঙ্গে আছেন। মৈনাক একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। নিরঞ্জনের জীবনে তিনি সবথেকে বড় গাইড এবং মেন্টর। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন নিরঞ্জন। তিনি সেখানে মৈনাকের সম্পর্কে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মৈনাক খুবই সক্রিয়। তিনি হয়তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত কিছু বোঝেন না, কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে।
নিরঞ্জন বলেছেন মৈনাক বরাবরই তাকে কোন কাজটা করা উচিত আর কোনটা উচিত নয় এসব নিয়ে গাইড করেছেন। প্রথম প্রথম তিনি ভাবতেন হয়তো বা মৈনাক ভুল বলছেন। তবে এখন তিনি বোঝেন আসলে মৈনাকের অভিজ্ঞতা অনেকটা বেশি। গত ১৩ বছর ধরে তিনি টলিউডে কাজ করছেন। তিনি জানেন কোনটা কীভাবে হয়। মৈনাকের সূত্রে অনেক মানুষকে চিনেছেন নিরঞ্জন। অনেক ভালো বন্ধুও পেয়েছেন। মৈনাকের মত সঙ্গী পেয়ে নিরঞ্জন খুবই খুশি এবং সুখী মানুষ।
আরও পড়ুন : ছোটবেলা থেকেই কঠিন অসুখের সঙ্গে লড়ছেন! গোপন কথা ফাঁস করলেন লাফটারসেন
View this post on Instagram
আরও পড়ুন : সমকামী জেনে তাড়িয়ে দেন বাবা-মা! সিনেমার থেকে কম নয় Laughtersane-এর জীবন
নিরঞ্জনের নিজের জীবনে স্ট্রাগল কিছু কম ছিল না। ছোটবেলা থেকেই তিনি তার অস্তিত্ব এবং পরিচয় নিয়ে সংকটে ভুগেছেন। একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যে সমাজে বাস করি সেখানে একটা ধারণা আছে পুরুষ মানেই আপনাকে সিংহ হতেই হবে। যেখানে আমাদের সংবিধান সমকামকে মেনে নিয়েছে সেখানে সমাজের কাছে এটা আজও পাপ। সমকামী হওয়া পাপ। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের পাশের বাড়িতে এক অবাঙালি দাদা থাকত। ওর কাছে অঙ্ক করতে যেতাম। ওই দাদা কিছুদিন পর আমার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে। আমি তখন এত ছোট ছিলাম যে এত কিছু বুঝতাম না। খালি ভাবতাম ভগবান শাস্তি দেবে।”