Who is Kinjal Nanda : আরজিকর কাণ্ড (RG Kar Case) প্রসঙ্গে পথে নেমে নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তবে শুধু চিকিৎসকরা নন, তারকা থেকে সাধারণ সকলেই আরজিকরের নির্যাতিতার বিচার চান। আর জি করের ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে যাকে প্রথম থেকেই ময়দানে দেখা গিয়েছে, তিনি হলেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। তিনি একজন চিকিৎসক তো বটেই, সেই সঙ্গে অভিনেতাও। তাকে চেনেন?
কেপিসি হাসপাতাল থেকে এমবিএ পাস করেছিলেন কিঞ্জল। এখন তিনি আরজিকর হাসপাতালে মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্রাজুয়েট করছেন। সেই সঙ্গে তিনি সেখানকার রেসিডেন্ট ডাক্তার। চিকিৎসার পাশাপাশি তিনি থিয়েটারেও বেশ সক্রিয় আছেন। ২০১৮ সালে তিনি ‘হীরালাল’ ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন।
এর আগে ৮/১২, কর্ণসুবর্ণের গুপ্তধন, ব্যোমকেশ হত্যামঞ্চ, ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল। এছাড়া তাকে দ্য বেঙ্গল স্ক্যাম: বীমা কাণ্ড, কাঁটায় কাঁটায় সিরিজেও দেখা গিয়েছে। আগামীতে তিনি শ্রাবন্তী চ্যাটার্জী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবী চৌধুরানী ছবিতে থাকবেন। তবে এখন তিনি আরজিকর প্রতিবাদ কর্মসূচির নেতা হিসেবে নজর কাড়ছেন।
আরও পড়ুন : বয়কট কাঞ্চনের ঝড় টলিউডে! কী জবাব দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি?
আরও পড়ুন : ধর্ষণের শাস্তিতে কী কী পরিবর্তন আনলো অপরাজিতা বিল?
কিঞ্জল প্রথম থেকেই আরজি করে দীর্ঘদিন ধরে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। চিকিৎসক সমাজের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার চিকিৎসক এবং অভিনেতা বন্ধুরা তাকে সাধুবাদ দিচ্ছেন এর জন্য। সমাজ মাধ্যমে প্রশংসার বন্যায় বয়ে যাচ্ছে তাকে নিয়ে।