ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে সোজা বাংলা সিরিয়ালের নায়িকা, রইল ‘ইচ্ছে পুতুলে’র মেঘের পরিচয়

জি বাংলাতে (Zee Bangla) কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল ইচ্ছে পুতুল (Icche Putul)। এই সিরিয়ালে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), শ্বেতা মিশ্র এবং মৈনাক ব্যানার্জী। এই ধারাবাহিকের নায়িকা মেঘের ভূমিকাতে অভিনয় করছেন তিতিক্ষা। জি বাংলার পর্দাতে তিনি নতুন মুখ, তবে বাংলা সিরিয়ালের পর্দাতে তিনি কিন্তু নতুন মুখ নন।

আসলে বিনোদনের জগতের সঙ্গে তিতিক্ষার পরিচয় কিন্তু বহুদিনের পুরনো। নায়িকা হিসেবে তিনি প্রথমবার কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে এক সময় তিনি রচনা ব্যানার্জীর পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষতা রয়েছে তার।

TITIKSHA DAS

তিতিক্ষা মডেলিং ও করেছেন বেশ কিছুদিন। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন। তারপর সেখান থেকে সরাসরি বাংলা সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ আসে তার হাতে। অবশ্য বাংলা সিরিয়ালে তার অভিনয় জীবন খুব একটা বেশিদিনের নয়। তবে অল্প দিনের মধ্যেই তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে।

কিছুদিন আগেই জি বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে খেলতে এসেছিলেন তিতিক্ষা। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবনের বিষয়ে অকপটে মুখ খোলেন। তিনি জানান দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বহুবার এসেছেন তিনি। রচনা ব্যানার্জীর পেছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচ করেছিলেন বহুবার। এতদিনে তিনি প্রতিযোগী হিসেবে আসতে পেরে খুশি হয়েছেন।

TITIKSHA DAS

তিতিক্ষা বলেন জি বাংলার সারেগামাপার ওপেনিংয়েও তিনি নাচ করেছিলেন। এরপর রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন রচনা ব্যানার্জী তার সামনে নাচতেন আর তিনি পেছন থেকে সেটা দেখতেন। ভাবতেন কবে এই জায়গাটাতে আসতে পারবেন। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হল।

TITIKSHA DAS

রচনার পেছনে আর নয়, সামনে নাচতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেছেন তিতিক্ষা। রচনা তার নাচ দেখে হাততালি দিয়েছেন, এটাই তার জীবনের একটা বড় পাওনা। সেই সঙ্গে তিনি জি বাংলা এবং কালার্স বাংলার মত প্রথম সারির চ্যানেলের সিরিয়ালের নায়িকাও হতে পেরেছেন।