নিস্পলক চোখ, আগুনে ঝলসানো চেহারা, ধারালো করাতের মত দাঁত, সেই দাঁত দিয়ে সে ছিঁড়ে খায় মানব শরীর। ছোটখাটো বেঁটে ভয়ংকর চেহারার এই পিশাচকে দেখলে ভিড়মি খাবে যে কেউ। হইচই এর ‘নিকষ ছায়া’ (Nikosh Chhaya) ওয়েব সিরিজের গেনু পিশাচকে দেখে আতঙ্কে ভুগছেন দর্শকরা। এমন একখানা ভয়ংকর চরিত্রে অভিনয় করেছেন যিনি, এবার আলাপ করুন সেই অভিনেতার সঙ্গে।
তান্ত্রিক ভোলানাথের পোষা পিশাচের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পল্লব মুখোপাধ্যায় (Pallab Mukherjee)। তিনি একজন মঞ্চাভিনেতা। এতদিন টলিউডের পর্দায় সেভাবে দেখা যায়নি তাকে। তবে এই ওয়েব সিরিজে অভিনয় করার পর তাকে নিয়ে এখন চর্চা রীতিমত তুঙ্গে। এর আগেও অবশ্য দুটো সিরিজে তিনি অভিনয় করেছেন। কিন্তু গেনু পিশাচ তাকে সব থেকে বেশি জনপ্রিয়তা এনে দিল।
পল্লব মুখার্জীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি শুধু অভিনেতা নন, ২৩ বছর ধরে শিক্ষকতাও করছেন। ক্লাসে ঢুকলে কে শিক্ষক আর কে ছাত্র বোঝা দায় হয়ে যায়। তবে এতে অবশ্য ছাত্রদের সঙ্গে বন্ধুর মত মিশতে পারেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজে এই চরিত্রটি পেয়ে তিনি খুবই খুশি। তার মানুষ থেকে পিশাচ হয়ে ওঠার যে গল্পটা সেটাও বেশ চমৎকার।
পরমব্রতর প্রযোজনার সংস্থার তরফ থেকেই একদিন পল্লবের কাছে প্রথম অডিশনের জন্য ডাক আসে। প্রথমটা তিনি বিশ্বাস করতেই পারেননি। তার প্রথম শর্ট ছিল গেনুর মেকআপ নিয়ে ঘুটঘুটে অন্ধকারে রাস্তায় বসে থাকতে হবে। গাড়ি এসে থামলেই লাফ মেরে প্রথমে বনেট, তারপর গাড়ির ছাদে উঠতে হবে। নিজের মত অভিনয় করেছিলেন তিনি এই দৃশ্যে। অডিশনের বেশ কিছুদিন পর অবশেষে অভিনয়ের জন্য ডাক আসে।
পল্লব থেকে গেনু হয়ে ওঠা সহজ ছিল না। রোজ তিন ঘন্টা করে মেকআপ নিতে হত। নকল দাঁত পরতে হত, চোখে থাকতো লেন্স। দীর্ঘক্ষণ ওই লেন্স পরে থাকলে চোখ করকর করতো। মেকাপের আগে ভালোভাবে পেট ভরে আগে খেয়ে নিতে হত। কারণ মেকআপ থাকা অবস্থায় তিনি কিছুই খেতে পারবেন না। লেন্সের কারণে ভাল করে চোখ খুলেও রাখা যেত না। তবে শুটিংয়ের সময় কাঞ্চন মল্লিক তাকে খুব সাহায্য করেছেন। তিনি হাত ধরে ধরে তাকে সেটে নিয়ে যেতেন।
আরও পড়ুন : বিয়ের ৮ মাসেই মা হলেন শ্রীময়ী চট্টরাজ! ছেলে হল না মেয়ে?
পল্লবের প্রথম দিনের শুটিংয়ে ঘটেছিল একটি মজার ঘটনা। তিনি যখন প্রথম মেকআপ নিয়ে মর্গে শর্ট দিতে গিয়েছিলেন তখন ইচ্ছাকৃত ক্যামেরাম্যানের গা ঘেঁষে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ক্যামেরাম্যান পেছনে ফিরতেই তাকে দেখে ভয়ে পড়ে যান। কাঞ্চন মল্লিক শুটিংয়ের সময় বারবার রসিকতা করে পরমব্রতকে বলতেন, “পরম, আমাদের দুজনকে একবার রাস্তায় ছেড়ে দিবি। একটু ঘুরে আসি।”
তবে পল্লবের একটাই আফসোস যেখানে দর্শকরা সবাই তাকে দেখে এত প্রশংসা করছেন, সেখানে তার নিজের স্ত্রী এবং মেয়ে সিরিজটা একবারও দেখলেন না এখনও। আসলে তারা তার চেহারা দেখে এত ভয় পেয়েছেন যে সিরিজটা দেখার সাহস আর জুটিয়ে উঠতে পারছেন না। পল্লব নিজেও নিজেকে আয়নায় দেখে অনেকবার ভয়ে চমকে উঠেছেন। মেকআপ ভ্যানে বসে বসে ঘুমিয়ে পড়লে যখন ঘুম ভাঙতো তখন উল্টোদিকে রাখা আয়নায় চোখ পড়তেই তিনি ভয়ে চিৎকার করে ফেলতেন।
আরও পড়ুন : শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ! ইন্দ্রাণী হালদারকে এখন দেখলে চিনতে পারবেন না
‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজের প্রথম পার্টে তো সবাইকে চমকে দিয়েছেন পল্লব। দ্বিতীয় পার্টেও ভোলানাথ তান্ত্রিকের সঙ্গে গেনুর বিশেষ ভূমিকা থাকবে। নীরেন ভাদুড়ির সঙ্গে তাদের মুখোমুখি লড়াই হবে এবার। আর কী কী চমক অপেক্ষা করছে? জানতে হলে অবশ্যই দেখতে হবে সিরিজের দ্বিতীয় পার্ট।