বলিউডের প্রথম সুপারস্টার তিনি। তার ব্যক্তিগত জীবনটাও কোনও সিনেমার গল্পের থেকে কম ছিল না। হ্যান্ডসাম এই অভিনেতার প্রেমে হাঁটুর বয়সী অভিনেত্রীরা হাবুডুবু খেয়েছেন বারবার। বহুবার সম্পর্কে জড়িয়েছেন। তবুও শেষ জীবনে ছিলেন একা। কথা হচ্ছে রাজেশ খান্নাকে নিয়ে। মৃত্যুর অনেক আগেই তিনি তার স্ত্রী ডিম্পল কাপাডিয়া এবং দুই মেয়ে রিঙ্কি ও টুইংকেলকে ত্যাগ করেছিলেন। তাহলে তার মৃত্যুর পর তার বিপুল সম্পত্তির কী হল? কার কাছে গেল?
কত টাকার মালিক ছিলেন রাজেশ খান্না?
রাজেশ খান্না তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সিনেমাতে অভিনয় করেন। কোন ছোটখাটো অভিনেতা তিনি ছিলেন না। তার নাম শুরুই হত সুপারস্টার তকমা দিয়ে। ২০১২ সালের ১৮ই জুলাই যেদিন রাজেশ খান্নার মৃত্যু হল, তখন তার কাছে ৬০০ কোটি টাকার সম্পত্তি ছিল। এই টাকার এক কানাকড়িও তিনি তার স্ত্রী ডিম্পল কাপাডিয়াকে দিতে চাননি। বরং উইল করে সেই সম্পত্তি লিখে দেন অন্য কাউকে। রাজেশ খান্নার এই সম্পত্তির মালিকানা নিয়ে আজও মামলা চলছে। সব সম্পত্তি রাজেশ খান্না কাকে দিয়ে গিয়েছিলে জানেন?
রাজেশ খান্নার ৬০০ কোটি টাকার সম্পত্তির মালিক কে?
স্ত্রীর সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো ছিল না রাজেশ খান্নার। দুই মেয়ে টুইংকেল এবং রিঙ্কির জন্মের পর তাদের সম্পর্ক একেবারে তলানিতে যায়। খাতায়-কলমে ডিম্পলকে কোনদিনও ডিভোর্স দেননি রাজেশ খান্না। দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকতে শুরু করেন। শোনা যায় রাজেশ নাকি তার মৃত্যুর ঠিক ২ মাস আগে সম্পত্তির উইল বদলে ছিলেন। তার মৃত্যুর পর জানা যায় ৬০০ কোটি টাকার সব সম্পত্তি ও তিনি তার দুই মেয়ে টুইংকেল খান্না এবং রিংকি খান্নাকে দিয়েছেন। ডিম্পলকে এই সম্পত্তির এক কানাকড়িও তিনি দেননি।
আরও পড়ুন : পেটে মদ পড়লেই অন্য মানুষ! রাজেশ খান্নার সব অত্যাচার ফাঁস করে দিলেন লিভ ইন পার্টনার
আরও পড়ুন : এই কারণে রাজেশ খান্নার সঙ্গে কাজ বন্ধ করে দেন শর্মিলা ঠাকুর! জানলে চমকে যাবেন
রাজেশ খান্নার সম্পত্তির মধ্যে ছিল তার বিলাসবহুল বাড়ি, যার নাম আশীর্বাদ। শেষ জীবনে এই বাড়িতে তিনি থাকতেন তার প্রেমিকা অনিতার সঙ্গে। কিন্তু উইলে তিনি অনিতাকে একটি পয়সাও দেননি। অনিতা দাবি করেন রাজেশের শেষ জীবনে তিনি তাকে দেখেছেন। নিজেকে অনিতা রাজেশ খান্নার সারোগেট স্ত্রী বলে পরিচয় দিতেন। অনিতা বলেন রাজেশ খান্নার সম্পত্তির ভাগ তারও প্রয়োজন। সেই দাবি নিয়ে তিনি আদালতেও গিয়েছিলেন। এখনো সেই মামলা বিচারাধীন। তবে রাজেশ খান্নার সব সম্পত্তি বর্তমানে ডিম্পল এবং রিঙ্কিই ভোগ করছেন।