সইফের উপর হামলা চালালো কে? হামলাকারীকে চিনে নিন এক্ষুনি

অবশেষে সেইফ আলি খানের উপর হামলাকারীর ছবি এল প্রকাশ্যে। বৃহস্পতিবার ভোররাতে মুম্বাইয়ের বান্দ্রায় অ্যাপার্টমেন্টে ঢুকে সেইফের উপর হামলা চালিয়েছিল যে দুষ্কৃতী, সিসিটিভি ফুটেজেই ধরা পড়লো তার ছবি। হামলার পর অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে পালানোর সময় তার চেহারা স্পষ্ট ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেই ছবি মুম্বাই পুলিশ প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হল সেই ছবি।

মুম্বাই পুলিশ হামলাকারীর যে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তাকে দেখা যাচ্ছে কালো রংয়ের হাফ হাতা শার্ট, কালো জিন্স, গলায় লাল স্কার্ফ, ক্লিন সেভড চেহারার এক যুবক খুব দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে পালাচ্ছে। তার কাঁধে রয়েছে একটা বড়সড় ব্যাগ। ব্যাগের মধ্যে যে জিনিসপত্র রয়েছে, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে সেটা বোঝাই যাচ্ছে। পুলিশের দাবি ইতিমধ্যেই হামলাকারীকে আটক করা হয়েছে।

Saif ali khan

বৃহস্পতিবার ভোররাতে সেইফের বাড়িতে হামলা চালিয়ে প্রথমে এক কোটি টাকা দাবি করে দুষ্কৃতী। এরপর সেইফের সঙ্গে তার হাতাহাতি বেঁধে যায়। তার মধ্যেই ধারালো ছুরি বের করে সেইফে কোপাতে থাকে ওই যুবক। তার হাতে, ঘাড়ে, মেরুদন্ডসহ শরীরের ৬ জায়গায় গভীর ক্ষত ছিল। তার শিরদাঁড়াতে গেঁথে গিয়েছিল ছুরির আড়াই ইঞ্চির ভাঙ্গা একটা টুকরো। হসপিটালে ভর্তির পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অপারেশনের পর অবশ্য এখন বিপদমুক্ত হয়েছেন সেইফ।

আরও পড়ুন : কি দেখে ঘরে এল চোর? কত টাকার মালিক সেইফ আলি খান?

Saif ali khan

আরও পড়ুন : সইফ-অমৃতার বিয়ের সময় কত বয়স ছিল হবু বউ করিনার?

তবে হামলাকারীকে আটক করার পর আরও গুরুতর বেশ কিছু তথ্য সামনে আসছে। জানা গিয়েছে কিছুদিন আগে নাকি এই যুবককেই শাহরুখ খানের বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। তাহলে কি আগে শাহরুখের বাড়িতেও রেইকি করতে গিয়েছিল সে? উঠছে প্রশ্ন। এই ঘটনায় শিউরে উঠছে গোটা বলিউড। প্রশ্ন উঠছে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠছে ৯০ এর দশকে আন্ডারওয়ার্ল্ডের তান্ডব যেমন চলছিল, আবারও কি সেই সময়ের মতই দুষ্কৃতীদের সফট টার্গেট হয়ে দাঁড়ালেন তারকারা?