৬৩০০ কোটির সম্পত্তি! ভারতের সবথেকে ধনী হিরো কে?

বলিউড (Bollywood) থেকে কলিউড, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে ধনী নায়কদের ছড়াছড়ি। এখন এক একজন নায়ক ১০০ কোটি টাকার কম পারিশ্রমিক নেন না। ফুলেফেঁপে উঠছে তারকাদের কোষাগার। এদের মধ্যে সবথেকে ধনী তারকাকে জানেন? ভারতের সবথেকে ধনী নায়ক কে? কত তার সম্পত্তি? জানুন এই প্রতিবেদন থেকে।

অমিতাভ বচ্চন নন। দক্ষিণের থ্যালাইভা রজনীকান্তও ফেল। ভারতের সবথেকে ধনী অভিনেতা আর কেউ নন, শাহরুখ খান (Shah Rukh Khan)। এখন তার সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি টাকা। সাম্প্রতিককালে তার মুক্তি পাওয়া ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সারা পৃথিবীতে দুই হাজার কোটি টাকার ব্যবসা করেছেন। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তিনি।

SALMAN KHAN

তবে এই তালিকাতে শাহরুখ খানের পরেই রয়েছেন সালমান খান। তার মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯০০ কোটি টাকা। সালমান খানের হালফিলে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’ গোটা বিশ্বে ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছিল। শাহরুখ খানের তুলনায় তার জনপ্রিয়তার পাশাপাশি সম্পত্তির পরিমাণও কিছু কম নয়।

তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ এখন ২৫০০ কোটি টাকা। ২০২৩ সালে তার কোনও ছবি হিট করেনি। শুধু ‘ও মাই গড’ ছবিটি কিছুটা লাভের মুখ দেখেছিল। গোটা বিশ্বে ছবিটি ২২১ কোটি টাকার ব্যবসা করে। আমির খানের সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। তিনি ভারতের সব থেকে ধনী নায়কদের মধ্যে চতুর্থ স্থানে আছেন।

আরও পড়ুন : শাহরুখের মেয়ে সুহানার মাথার ক্লিপের দামেই আস্ত গাড়ি কেনা যায়

Thalapathy Vijay

আরও পড়ুন : ‘রোজা’ সিনেমার নায়িকা মধু এখন কোথায়? কেমন দেখতে হয়েছে তাকে?

পঞ্চম স্থানে আছেন দক্ষিণী অভিনেতা বিজয়। ৪৭৪ কোটি টাকার সম্পত্তি তার। ২০২৩ সালে তার ‘লিও’ ছবিটি মুক্তি পেয়েছিল। যে সিনেমা ৬১২ কোটি টাকার ব্যবসা করেছিল। এবং সবশেষে রয়েছেন রজনীকান্ত। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা। তার মুক্তি পাওয়া ‘জেইলার’ সিনেমাটি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে।