Bollywood Actresses Actual Height : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির নায়িকাদের অভিনয়ের পাশাপাশি ভরপুর সৌন্দর্য্য, ফিটনেস থেকে শুরু করে গ্ল্যামার, সবই নজর কাড়ে পর্দায়। বলিউড সুন্দরীদের সৌন্দর্য্যের অন্যতম মাপকাঠি হল তাদের উচ্চতা এবং শারীরিক গঠন। ইন্ডাস্ট্রিতে যেমন দীপিকা, সুস্মিতা, ক্যাটরিনাদের মত অতিরিক্ত লম্বা নায়িকার দেখা মেলে তেমনই কিছু বেঁটে নায়িকাও রয়েছেন। বলিউড সুন্দরীদের মধ্যে কে কতটা লম্বা? জেনে নিন এই প্রতিবেদনে।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তার এবং শাহরুখের জুটি দর্শকদের কাছে খুবই প্রিয়। তবে দীপিকা কিন্তু শাহরুখ, আমির, সালমানদের থেকে বেশ লম্বা। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বলিউডের এই সুন্দরীও আমির, সালমান, শাহরুখের পাশাপাশি ইন্ডাস্ট্রির প্রায় সব বড় তারকার সঙ্গে অভিনয় করে ফেলেছেন। তার উচ্চতাও কিন্তু খানদের তুলনায় বেশি। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
সুস্মিতা সেন (Susmita Sen) : বলিউডের আরেক সুন্দরী, যিনি আবার প্রাক্তন মিস ইউনিভার্স। উচ্চতায় তিনিও কিছু কম যান না। সুস্মিতা সেন লম্বায় প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। তিনি অবশ্য ইন্ডাস্ট্রিতে খুব কম ছবিতেই অভিনয় করেছেন।
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রীর উচ্চতা কিন্তু এমন কিছু আহামরি নয়। তবুও তিনি তার অভিনয়ের বিচারে গোটা ভারতে বেশ সুনাম পেয়েছেন। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। বলিউড সুন্দরীদের তুলনায় এই উচ্চতা কিছুই নয়।
আলিয়া ভাট (Alia Bhatt) : আলিয়া ভাট হলেন বলিউডের একজন প্রথম সারির নায়িকা। আর পাঁচ জন নায়িকার তুলনায় তার উচ্চতা কিন্তু বেশ কম। ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার কারণে অনেক কটুক্তিও শুনতে হয়েছে আলিয়াকে। তবে তিনি সেসব গায়ে মাখেননি।
আরও পড়ুন : শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, মারণ রোগে ভুগছেন এই ৫ দক্ষিণী নায়িকা
নয়নতারা (Nayanthara) : নয়নতারা হলেন দক্ষিণের লেডি সুপারস্টার। তারও উচ্চতা কিন্তু আলিয়ার সমান। অর্থাৎ তিনি মাত্র ৫ ফুট ১ ইঞ্চি লম্বা। এই শর্ট হাইট নিয়েই তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন বছরের পর বছর।
আরও পড়ুন : ফাঁস হয়ে যায় ঘনিষ্ঠ মুহূর্ত, দক্ষিণী সিনেমার মুখ পুড়িয়েছিলেন এই ৫ অভিনেত্রী