আরজে অয়ন্তিকা ওরফে অয়ন্তিকা চক্রবর্তীকে এখন কে না চেনে? বিশেষ করে রেডিও প্রেমীরা অয়ন্তিকার কন্ঠের ভীষণ বড় ভক্ত। এই বছরের শুরুতেই অয়ন্তিকা নতুন জীবনে পা রেখেছেন। বিয়ে করেছেন তিনি। না, এটা তার প্রথম বিয়ে নয়। এর আগেও একবার বিয়ে হয়েছিল তার। ডিভোর্স হয়ে যায়। মেয়েকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই এতদিন দায়িত্ব পালন করছিলেন অয়ন্তিকা। এবার তার সঙ্গী হলেন হিরজিৎ মুখার্জী। জানেন কি অয়ন্তিকার দ্বিতীয় বর আসলে কে? তার প্রথম স্বামীই বা কে ছিলেন?
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরজে অয়ন্তিকা
অয়ন্তিকার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা তার ছোট্ট মেয়ে দুনিকেও চেনেন। এবছরের জানুয়ারি মাসের ২৬ তারিখে অয়ন্তিকা তার দ্বিতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এর ঠিক দুই মাস পরে মার্চ মাসে তিনি তার বিয়ের একটি ভিডিও শেয়ার করলেন। অয়ন্তিকার স্বামীকে নিয়ে এমনিতেই নেট নাগরিকদের মনে কৌতুহল ছিল প্রবল। বিয়ের ভিডিও দেখে সেই কৌতুহল আরও বেড়েছে।
আরজে অয়ন্তিকার দ্বিতীয় স্বামী কে?
প্রথম বিয়ে ভাঙ্গার বেশ কয়েক বছর পর অয়ন্তিকা বিয়ে করলেন হিরজিতকে। হিরজিত একটি বেসরকারি সংস্থা উচ্চ পদে চাকরি করেন। তিনি সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন একসময়। এখন নেপালে বার্জার পেইন্টসের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তিনি কাজ করছেন। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে হিরজিতের সঙ্গে ছবি শেয়ার করতেন অয়ন্তিকা। অনেকেই আন্দাজ করেছিলেন তাদের সম্পর্কের কথা। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল। অয়ন্তিকার মেয়ে দুনিও হিরজিতকে বাবার মতই ভালোবাসে। তাদের তিনজনের এখন সুখের সংসার।
আরও পড়ুন : “বাংলা মিডিয়ামে পড়ে কিছু হবে না!” রাতারাতি চিন্তা-ভাবনা বদলে ভোল পাল্টালেন আরজে অয়ন্তিকা
আরও পড়ুন : বিয়ে করলেন RJ প্রবীণ, পাত্রী কে? রইল পরিচয় এবং বিয়ের ছবি
আরজে অয়ন্তিকার প্রথম স্বামী কে ছিলেন?
অয়ন্তিকা চক্রবর্তী প্রথম স্বামীর নাম নিলায়ন চট্টোপাধ্যায়। নিলয়নও পেশায় একজন আরজে। এফএম দুনিয়াতে তার পোশাকি নাম আরজে নীল। দুজনের প্রথম দেখা হয়েছিল নীলের একটি পারফরমেন্সে। ২০১২ সালে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর আর বনিবনা হচ্ছিল না দুজনের। তখন তারা আলাদা হয়ে যান। কী কারণে তারা আলাদা হয়েছিলেন সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কখনো মুখ খোলেননি দুজনে। নিলায়ন রেডিও জকি হওয়ার পাশাপাশি সংগীত পরিচালনার সঙ্গেও যুক্ত আছেন। তিনি দেবের খাদান সিনেমার দুটি সুপার হিট গান ‘হায়রে বিয়ে হলো কেনে’ এবং ‘বাপ এসেছে’ এর কথা এবং সুর দিয়েছেন।