নানা ধর্মের ও নানা বর্ণের মানুষ কাজ করেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi film industry)-তে। কিন্তু ধর্ম সংক্রান্ত বিষয়ে নিয়ে কখনও তাদের মধ্যে কোনও সমস্যা হয় না। এমনকি বলিউড (Bollywood)-এর সবচেয়ে বড় দুই সুপারস্টার অর্থাৎ সলমন খান (Salman Khan) ও শাহরুখ খান (Shah Rukh Khan) মুসলিম হওয়া সত্ত্বেও বাড়িতে সব ধরনের হিন্দু উৎসব পালন করেন। যদিও এই কারণে অনেক সময় ট্রোলিং (trolling)-এর শিকার হতে হয় তারকাদের।
তবে শুধু শাহরুখ, সলমন নয়, এই একই কারণে ট্রোল করা হয় নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)-কে। সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিং (Amrita Singh)-এর কন্যা হলেন সারা আলি খান। তাদের পরিবারের সকলে মুসলিম হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে গণেশ পূজা ও দিওয়ালির মতো উৎসব পালন করা হয়।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও সেই ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও মাঝে মধ্যেই মন্দির , গির্জা, গুরদ্বার ও দরগাতে যেতে দেখা গিয়েছে সারাকে। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করার পরেই বহু মানুষ কটাক্ষ করেন তাকে। যদিও তিনি থেমে থাকেনি।
এমনকি ছবির প্রচার করার সময়েও অনেকবার তাকে দেখা গিয়েছে বিভিন্ন মন্দির ও দরগাতে যেতে। খুব শীঘ্রই মুক্তি পাবে সারা আলি খান অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ (Zara Hatke Zara Bachke) ছবিটি। তাই ছবির মুক্তির আগে সারা এবং ছবির নায়ক ভিকি কৌশল (Vicky Kaushal) জোর কদমে সেই ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন।
সেই ছবির প্রচারের জন্য একটি মন্দিরে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে একটি তুলেছিলেন সারা। সেই ছবি সারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেই ছবি পোস্ট করার পরেও তাকে কমেন্ট বক্সে তার ধর্ম বিশ্বাস নিয়ে নানা ধরনের প্রশ্ন করেছেন বহু মানুষ। এই বিষয় নিয়ে সারাকে একবারই মুখ খুলতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন : চতুর্থ বার বাবা হলেন সইফ, মুখ খুললেন প্রথম পক্ষের মেয়ে সারা আলি খান
তিনি একবার একটি প্রেস কনফারেন্স চলাকালীন এই বিষয়ে কথা বলেছিলেন, “ভক্তদের উচিত তার কাজের মান দেখে তাকে বিচার করা। তিনি যদি পেশাদার কাজ ভাল না করেন তবে তার সমালোচনা করুক, তিনি চেষ্টা করবেন কাজ ভাল করার। কিন্তু সে কোথায় যায়, কোন ঈশ্বরে সে বিশ্বাস করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।”
আরও পড়ুন : মুসলিম নন, তবুও ঈদ পালন করেন এই ৮ বলিউড তারকা