বলিউডের সুন্দরী অভিনেত্রীরা কে কোন ধর্ম মেনে চলেন? কার কোন পরিবারে জন্ম? বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেত্রী রয়েছেন যাদের নাম শুনলে আদতে ধরতেই পারা যায় না তাদের জাতি কিংবা ধর্ম। আজ এই প্রতিবেদনে রইলো বলিউডের সেরা অভিনেত্রীদের প্রকৃত ধর্ম পরিচয়। জানুন এই অভিনেত্রীরা আদতে কে কোন ধর্ম পালন করছেন?
শ্রদ্ধা কাপুর : শ্রদ্ধা কাপুরের শরীরে দুই আলাদা জাতের রক্ত বইছে। শ্রদ্ধার বাবা শক্তি কাপুর একজন পাঞ্জাবী। আর তার মা শিবাঙ্গি কোলাপুরি মহারাষ্ট্রের মানুষ। অতএব শ্রদ্ধার শরীরে পাঞ্জাবি এবং মারাঠা দুই জাতির রক্তই বইছে। শ্রদ্ধা হিন্দুধর্মই অনুসরণ করেন।
তাবু : এই বলিউড সুন্দরীর আসল নাম তাবাসসুম ফাতেমা হাশমি। তবে তিনি সকলের কাছে তাবু নামেই পরিচিত। তাবু মুসলিম ধর্ম অনুসরণ করেন।
দিশা পাটানি : দিশা পাটানির নাম শুনে অনেকেই মনে করেন তিনি হয়তো সাউথ ইন্ডিয়ান। তবে দিশা সাউথ ইন্ডিয়ান নন, তিনি একটি রাজপুত পরিবারের মেয়ে এবং হিন্দু ধর্ম অনুসরণ করেন।
আলিয়া ভাট : আলিয়া ভাটের নাম শুনতে মুসলিম মনে হয়। তবে তার বাবা মহেশ ভাট একজন গুজরাটি হিন্দু। মা সোনি রাজদান জার্মানি বংশোদ্ভূত তবে কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের মানুষ। অফিসিয়াল পেপারে আলিয়ার পরিচয় হিন্দু হিসেবেই দেওয়া রয়েছে।
পরিণীতি চোপড়া : পরিণীতির জন্ম হয়েছিল একটি পাঞ্জাবী ক্ষত্রিয় পরিবারে। পরিণীতি কঠোরভাবে হিন্দু ধর্ম অনুসরণ করে চলেন।
কিয়ারা আদবানি : কিয়ারার আসল নাম ছিল আলিয়া আদবানি। তার বাবা সিন্ধি হিন্দু কিন্তু মা খ্রিস্টান মুসলিম। কিয়ারার শরীরে উভয় সম্প্রদায়ের রক্ত বইছে এবং তিনি দুই ধর্মকে শ্রদ্ধার সঙ্গে মেনে চলেন।
সোনাক্ষী সিনহা : সোনাক্ষীর জন্ম একটি হিন্দু কায়স্থ পরিবারে হয়েছে। তবে সোনাক্ষী সদ্য বিয়ে করেছেন একজন মুসলিমকে।
ক্যাটরিনা কাইফ : ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ ছিলেন মুসলিম। আর তার মা একজন খ্রিস্টান। ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে যিনি একজন পাঞ্জাবী হিন্দু। তবে ক্যাটরিনা কোনও একটা নির্দিষ্ট ধর্ম পরিচয়ে বিশ্বাসী নন। তিনি ভারতের সংস্কৃতিকে মেনে চলেন।
ইয়ামি গৌতম : ইয়ামি গৌতমের জন্ম হয়েছে উত্তর ভারতের একটি হিন্দু পরিবারে। ইয়ামি মনেপ্রাণে হিন্দু ধর্মকে মেনে চলেন।
কাজল : কাজলের শরীরে বাঙালি এবং মারাঠি উভয় সম্প্রদায়ের রক্ত বইছে। তার বাবা একজন বাঙালি হিন্দু। মা তনুজা মারাঠি।
শিল্পা শেট্টি : কর্নাটকের একটি হিন্দু পরিবারের শিল্পার জন্ম হয়েছে। তিনিও হিন্দু ধর্মের রীতি রেওয়াজ ধুমধাম করে পালন করেন।
সোনম কাপুর : সোনমের জন্ম হয়েছে খালসা শিখ পরিবারে। তার বাবা অনিল কাপুর পাঞ্জাবী হিন্দু। আর মা শুধু হিন্দু। সোনম নিজেকে শিখ বলেই পরিচয় দেন।
আরও পড়ুন : সালমানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেন এই ৪ নায়িকা, একজন বাদে হারিয়ে গিয়েছেন বাকিরা
কঙ্গনা রানাওয়াত : কঙ্গনা হিমাচল প্রদেশের একটি রাজপুত হিন্দু পরিবারে জন্মেছিলেন। হিন্দু ধর্মের প্রতিটি উৎসব তিনি মেনে চলেন।
করিনা কাপুর : করিনার জন্ম হয়েছে পাঞ্জাবী হিন্দু কাপুর পরিবারে। তবে তিনি বিয়ে করেছেন মুসলিম সেইফ আলি খানকে। কিন্তু করিনা মেনে চলেন খ্রিস্টান ধর্ম।
আরও পড়ুন : অভিনয় ছেড়ে রাজনীতিতে এসেও সফল হয়েছেন এই তারকারা
সারা আলি খান : সারা আলি খানের বাবা সেইফ আলি খান মুসলিম। অন্যদিকে তার মা অমৃতা সিং পাঞ্জাবী হিন্দু। তবে সারা কোন নির্দিষ্ট ধর্ম নয়, এই দুটি ধর্মকেই সমানভাবে মেনে চলেন।
দীপিকা পাড়ুকোন : দক্ষিণ ভারতের একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন দীপিকা। তিনিও হিন্দু ধর্মকে মেনে চলেন।