Gayatri Joshi : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকার আবির্ভাব হয়েছিল যারা খুব কম সময়ের জন্য নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন। তবে একটি বা দুটি সিনেমাতে অভিনয় করেও তারা দর্শকদের মনের মধ্যে আজীবনের জন্য ছাপ ফেলে দিয়েছেন। এমনই একজন অভিনেত্রী ছিলেন গায়ত্রী জোশি। যিনি শাহরুখ খান (Shah Rukh Khan) -র সঙ্গে স্বদেশ (Swades) ছবিতে অভিনয় করেছিলেন।
গায়ত্রী জোশি (Gayatri Joshi), ১৯৭৪ সালে মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। মাউন্ট কারমেল স্কুল আজ থেকে পড়াশোনা করে সিডেনহাম কলেজ থেকে বাণিজ্য ও অর্থনীতিতে স্নাতক হয়েছিলেন তিনি। তবে ছোট থেকেই তার মডেলিং এবং অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। ঠিক সেই কারণে তিনি কলেজে পড়ার সঙ্গে সঙ্গে মডেলিং করতে শুরু করেন।
২০০০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন গায়ত্রী। সেই সঙ্গে বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও কাজ করেন। এমনকি শাহরুখ খানের সঙ্গে একটি টিভি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন তিনি। তারপর আশুতোষ গোয়ারিকর ‘স্বদেশ’ ছবির প্রস্তাব দেন গায়ত্রীকে। ২০০৪ সালে শাহরুখের বিপরীতে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন গায়ত্রী।
ওই একটি মাত্র ছবিতে অভিনয় করার পর আর কখনো ক্যামেরার সামনে আসেননি গায়ত্রী। পাকাপাকিভাবে অভিনয় এবং বলিউড ছেড়ে দেন তিনি। তবে দর্শকরা আজও তাকে মনে রেখেছেন তার সৌন্দর্য এবং অভিনয়ের জন্য। ২০০৪ সালে বলিউডে প্রবেশ করে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তৎকালীন সময়ের বড় বড় নায়িকাদের।
স্বদেশ ছবির পর নিজের দীর্ঘদিনের প্রেমিক বিকাশ ওবেরয়কে বিয়ে করে নেন গায়ত্রী। তার স্বামী একজন বড় ব্যবসায়ী এবং প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। ২০ বছর আগে বলিউড ছেড়েছিলেন গায়ত্রী। এর মাঝে তাকে কোনও সিনেমাতে তো দূর, কোনদিনও ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনেও দেখা যায়নি। ২০১৯ সালে অবশেষে তাকে একটি সাক্ষাৎকার দিতে দেখা যায়।
আরও পড়ুন : ‘জওয়ানে’ শাহরুখের ‘গার্লস গ্যাং’ আসলে কারা? রইল সেই ৬ অভিনেত্রীর পরিচয়
আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল, নতুন হিন্দি সিরিয়াল নিয়ে আসছেন বাংলার জনপ্রিয় এই জুটি
এই সাক্ষাৎকারে গায়ত্রী জানান তিনি কেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন। অভিনেত্রী বলেন তিনি আসলে বিয়ের পর তার পরিবার এবং সন্তানদের সময় দিতে চেয়েছিলেন। তার দুই সন্তান রয়েছে। তবে এমন নয় যে তার হাতে অভিনয়ের জন্য প্রস্তাব আসেনি। কিন্তু তিনি কোনও চরিত্রের মধ্যে নতুনত্ব পাচ্ছিলেন না। একইরকম নায়িকার চরিত্রে তিনি অভিনয় করতে চাননি। তাই তিনি বলিউডকে বিদায় জানান।