সারেগামাপার চ্যাম্পিয়ন, বলিউডে পা দিয়ে নষ্ট এই বাঙালি গায়কের কেরিয়ার, কোথায় হারিয়ে গেলেন দেবজিৎ

Riya Chatterjee

Published on:

সদ্য জি বাংলাতে অনুষ্ঠিত হয়েছে সারেগামাপা ২০২২ এর গ্র্যান্ড ফিনালে। সারেগামাপা (Sa Re Ga Ma Pa) নিয়মিত বাংলার গানের প্রতিভাধরদের তাদের দক্ষতা বিকাশের সুযোগ দিয়ে আসছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই মঞ্চ সংগীত জগতে অনেক রথী-মহারথীদের জন্ম দিয়েছে। তবে সারেগামাপাতে জয় লাভ করলেও সকলেই যে পরবর্তী দিনে সফল হয়েছেন এমনটা কিন্তু নয়।

২০০৫ সালের হিন্দি সারেগামাপাতে অংশ নিয়েছিলেন আসামের শিলচরের বাসিন্দা দেবজিৎ সাহা (Debojit Saha)। আসামের এই বাঙালি সন্তান এই রিয়েলিটি শোয়ের দৌলতে রাতারাতিই অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। খুব ছোট থেকেই তিনি গান-বাজনা করছেন। সারেগামাপার মঞ্চে গান গেয়ে তিনি বিচারকদের পাশাপাশি গোটা দেশের শ্রোতাদের নজর কেড়েছিলেন।

Debojit Saha

সারেগামাপাতে সংগীত পরিচালক ইসমাইল দরবারের ‘ইয়ালগার হো ঘরানা’র মধ্যে ছিলেন দেবজিৎ। তিনি তার গানের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ওইবার রিয়েলিটি শোতে বিজেতা হয়েছিলেন তিনি। এরপর সারেগামাপার পরবর্তী সিজনে তিনি সঞ্চালনা করেন। সারেগামাপা লিটল চ্যাম্পসেও তাকেই সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল।

কিন্তু সারেগামাপা বিজেতা হওয়ার পর আর সেভাবে গানের জগতে নাম অর্জন করতে পারেননি দেবজিৎ। তার কিছু মিউজিক অ্যালবাম বেরিয়েছিল। কিন্তু সেগুলো শ্রোতাদের তেমন মনে ধরেনি। ‘মিউজিক কা মহা মোকাবিলা’, ‘যো জিতা ওহি সুপার স্টার’এর মত আরও বেশকিছু রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন তিনি।

Debojit Saha

দেবজিৎ মে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সেটা তিনি ধরে রাখতে পারেননি। বলিউডে প্লেব্যাক গাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সুযোগও পেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। ‘তিস মার খান’, ‘সাহেব বিবি গ্যাংস্টার’ নামের কিছু বলিউড ছবিতে দেবজিৎ গান গেয়েছিলেন। কিন্তু এরপর তিনি বলিউডে আর সেভাবে সুযোগ পাননি।

Debojit Saha

দেবজিৎ বর্তমানে স্টেজ শো করেন। তার পাশাপাশি তিনি সঞ্চালক হিসেবেও বেশ জনপ্রিয়। তার মেয়ে দানিকাকে তিনি গানের চর্চা করাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় থাকেন। জীবনের নানা ছোটখাটো মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।