৯০ এর দশকের অন্যতম হিট সিনেমা ছিল ’রোজা’। ১৯৯২ সালে এই সিনেমা মুক্তি পাওয়ার পর অরবিন্দ স্বামী এবং মধুর জুটি রাতারাতি শোরগোল ফেলে দেয় গোটা দেশে। এই সিনেমা কার্যত দক্ষিণী অভিনেত্রী মধুর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য হিট সিনেমা। তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালাম সিনেমার এই নায়িকা দাগ কেটেছিলেন হিন্দি সিনেমার দর্শকদের মনেও। কোথায় হারিয়ে গেলেন ’রোজা’ সিনেমার সেই নায়িকা?
মধুর অভিনয় জীবন
মধুকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই মধুবালা নামে চিনলেও তার আসল নাম পদ্মা মালিনী। তিনি ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়ার সময় তার বাবা তার নাম বদলে রেখেছিলেন মধু মালিনী। ১৯৯০ সালে মালায়ালাম সিনেমা ‘ওটায়াল পাট্টালাম’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। নিজের কেরিয়ারে অসংখ্য তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন নায়িকা হয়ে উঠেছিলেন মধু। ক্রমে তার আত্মপ্রকাশ ঘটে বলিউডে।
মধুর বলিউড কেরিয়ার
দক্ষিণী দুনিয়াতে জনপ্রিয় হয়ে ওঠা সঙ্গে সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ভাগ্য পরীক্ষা করতে আসেন মধু। অজয় দেবগনের বিপরীতে ‘ফুল অউর কাঁটে’ ছিল তার প্রথম হিন্দি সিনেমা। এই সিনেমা বেশ হিট হয়েছিল। এরপর সুনীল শেট্টি, সেইফ আলি খানের পেহচান ছবিতেও তিনি অভিনয় করেন। একইসঙ্গে হিন্দি সিনেমার দর্শকরা ‘রোজা’ ছবির জন্য তাকে আজও মনে রেখেছেন। এই ছবি মুক্তি পায় ১৯৯২ সালে।
‘রোজা’ সিনেমাটির পরিচালনা করেছিলেন মণিরত্নম। সিনেমাটি মূলত তামিল ইন্ডাস্ট্রির ছবি ছিল। কিন্তু জনপ্রিয়তা এত বাড়তে থাকে যে তেলেগু, মারাঠি, মালায়ালাম এবং হিন্দিতেও ‘রোজা’ মুক্তি পায়। এই ছবি সেই সময় ৩ টি জাতীয় পুরস্কার এবং ১ টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। তবে বলতে গেলে এই ছবি যেমন মধুকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় তেমনই তাকে ব্যাকফুটেও ঠেলে দেয় ইন্ডাস্ট্রিতে।
কেন অভিনয় ছেড়ে দিলেন মধু?
মধু নিজেই তার একটি সাক্ষাৎকারে বলেছেন ‘রোজা’ ছবির সাফল্য তাকে অহংকারী করে তোলে। এই ছবিতে নিজের মেকআপ এবং পোশাক তিনি নিজেই ঠিক করেছিলেন। তিনি এতটাই অহংকারী হয়েছিলেন যে পরিচালক মণিরত্নমকেও আর যথেষ্ট গুরুত্ব দিতেন না। তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। ক্রমশ অ্যাকশন নির্ভর হিন্দি ছবি রিজেক্ট করতে শুরু করেন তিনি। মধু একজন দুর্দান্ত ডান্সার ছিলেন। কিন্তু তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে তিনি ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়েন।
আরও পড়ুন : সৌন্দর্যে ঐশ্বর্য রাইকেও টেক্কা দিতেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ ছবির নায়িকা?
২০০২ সালের ‘মুলাকাত’ ছবিতে অভিনয়ের পর বেশ কয়েক বছরের বিরতি নিয়ে নেন মধু। ২০০৮ সালে ‘কভি সোচা না থা’ সিনেমা দিয়ে আবার কামব্যাক করেন। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে আর বিশেষ সুবিধা না করতে পেরে স্টারপ্লাসের ‘আরম্ভ’ সিরিয়ালের হাত ধরে নতুনভাবে শুরু করেন অভিনয় জীবন। দূরদর্শনের ‘চিত্রহার’ এর সঞ্চালনাও করেছিলেন কিছুদিন। শেষবার তাকে কঙ্গনা রানাওয়াতের ‘থালাইভি’ সিনেমাতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন বলিউড নায়িকা রম্ভা? এখন কী করছেন তিনি?
অনেকেই হয়তো জানেন না বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং মধুর মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। মধু সম্পর্কে জুহি চাওলার ননদ। তাদের দুজনেরই বিয়ে হয়েছে গুজরাতি পরিবারে। মধুর স্বামী হলেন আনন্দ শাহ। এছাড়া মধু হেমা মালিনীর দূর সম্পর্কের বোন। জুহি চাওলার সঙ্গে মধুর সম্পর্ক নাকি খুব মধুর নয়। তার কথায়, ‘‘জুহি অনেক দেরিতে আমাদের পরিবারে এসেছে। তখন আমার বিয়ে হয়ে গিয়েছে। তত দিনে প্রায় আমি অভিনয় ছেড়ে দিয়েছি। তাই জুহির এই পরিবারে আসা আমার জীবনে তেমন প্রভাব ফেলেনি। বরং হেমা মালিনীর দূর সম্পর্কের বোন হওয়ার কিছু ভাল প্রভাব ছিল। ওর পরিবার থেকে আসার ফলে সম্মান পেয়েছি।’’