রামায়ণের মন্দোদরী এখন কোথায়? বয়সের ভারের জীর্ণ অভিনেত্রীর কিভাবে কাটছে দিন

Ramayan Mandodri Aparajita Bhushan : আজ থেকে প্রায় ৪ দশক আগে ভারতীয় টেলিভিশনের পর্দায় প্রথমবার রামায়ণ (Ramayan) উপস্থাপন করার সাহস দেখিয়েছিলেন রামানন্দ সাগর (Ramanand Sagar)। তার বানানো ওই টিভি সিরিজ পরবর্তীতে কাল্ট এবং আইকনিক টিভি সিরিজে পরিণত হয়। ৩৬ বছর আগের রামায়ণ আজও মুগ্ধ হয়ে দেখেন এ যুগের দর্শকরা। রামায়ণের রাম, লক্ষণ, সীতা থেকে শুরু করে রাবণ, হনুমান কিংবা মন্দোদরী, এই চরিত্রগুলোর নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ওই টিভি সিরিজের চরিত্রাভিনেতাদের।

ওই সিরিজে রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ভূষণ (Aparajita Bhushan)। তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। আর হবে নাই বা কেন? অপরাজিতা আসলে ছিলেন জাত অভিনেত্রী। তার রক্তে রয়েছে অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেতা ভারত ভূষণের মেয়ে। ভারত ভূষণ বলিউড সিনেমা এবং হিন্দি সিরিয়ালের দুনিয়ার দাপুটে অভিনেতা ছিলেন।

Ramayan Mandodri Aparajita Bhushan

তবে ভারত ভূষণের মেয়ে হলেও অপরাজিতা সেভাবে তার কেরিয়ারের উন্নতি করতে পারছিলেন না। তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানান রামানন্দ সাগর তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন। মন্দোদরীর চরিত্রের জন্য তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার জনপ্রিয়তা আজও বজায় রয়েছে ওই একটি চরিত্রের জন্যই।

অপরাজিতা তার সাক্ষাৎকারে জানিয়েছেন স্বামীর মৃত্যুর পর তিনি অভিনয় শুরু করেন। যখন তার কাছে অভিনয়ের প্রস্তাব আসে তখন তিনি ভাবতেই পারেননি এই চরিত্র তাকে এত জনপ্রিয়তা এনে দেবে। অপরাজিতার আগে মন্দোদরী চরিত্র জন্য আরও অনেক নায়িকার অডিশন নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় সবাইকে পেছনে ফেলে এই রোলটা তিনিই পান।

Ramayan Mandodri Aparajita Bhushan

রামায়ণ দিয়ে বিখ্যাত হওয়ার পর অপরাজিতা আরও বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেন। ১৯৯৭ সালে ‘গুপ্ত’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এরপর আচমকাই অভিনয় দুনিয়া থেকে কোথায় যেন গায়েব হয়ে দিলেন তিনি। অভিনয় দুনিয়া থেকে তিনি নিজের দূরত্ব বাড়াতে শুরু করেন কোনও এক অজ্ঞাত কারণে। শোনা যায় এখন নাকি তিনি পুনেতে রয়েছেন।

Ramayan Mandodri Aparajita Bhushan

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মহাভারতে’র শ্রীকৃষ্ণ? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেতা

অভিনয় এবং গ্ল্যামার দুনিয়া ছেড়ে এখন আধ্যাত্মিক জীবন অতিবাহিত করছেন পর্দার মন্দোদরী। সেই সঙ্গে তিনি লেখালেখি করেন। এখন তার চেহারাও অনেকটাই বদলে গিয়েছে। তার সাম্প্রতিক ছবি দেখে ভক্তরা আসলে তাকে চিনতেই পারেননি।

আরও পড়ুন : ভারত নয়, ‘রামায়ণ’ কোন দেশের জাতীয় গ্রন্থ জানেন?