কোথায় হারিয়ে গেলেন ‘রামায়ণে’র হনুমান? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন?

Ramanand Sagar Ramayan : ১৯৮৭ সালের শেষের দিকে প্রত্যেক রবিবার সম্প্রচার হতো রামায়ণ (Ramayan)। যা দেখার জন্য আট থেকে আশি সকলেই সময়মতো টেলিভিশনের সামনে বসে পড়তো। রাম-লক্ষ্মণ-সীতা-হনুমান-রাবণকে পর্দার পিছনে দেখার উত্তেজনাই তখন আলাদা। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ছিল হনুমানের চরিত্রটি। আর এই ভূমিকায় অভিনয় করেছিলেন দারা সিং (Dara Singh)। চলুন আজকে জেনে নেবো বলিউড (Bollywood) -র সেই প্রবীন অভিনেতার জীবনী সম্পর্কে।

১৯২৮ সালের ১৯শে নভেম্বর বৃটিশ অধিকৃত পাঞ্জাবের অমৃতসরের ধর্মচাক নামে এক গ্রামে দারা সিংয়ের জন্ম হয়। তার বাবার নাম সুরত সিং রান্ধওয়া যিনি ছিলেন একজন সাধারণ কৃষক। দারিদ্র্যের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি দারা। কিন্তু ছোট বয়স থেকেই তার মনের মধ্যে বড় কুস্তিগীর হয় ইচ্ছে জন্মেছিল। যেটা ভবিষ্যতে তিনি হয়েও ছিলেন।

Dara Singh

দারা সিংহ ৫০০-র বেশি কুস্তিতে লড়াই করেছেন। তিনি অনায়াসেই ২০০ কেজি পর্যন্ত ওজনের কুস্তিগীরদের মাৎ করতে পারতেন। এমঅনকি কুস্তিতে তার নামে একটি রেকর্ডও রয়েছে। বলা হয়, যতগুলি কুস্তিতে তিনি লড়েছেন, সবগুলিতেই জিতেছেন। কোনও লড়াইয়েই কোন দিন হারেননি তিনি। তবে শুধু কুস্তিগীর নয়, তিনি একজন ভালো অভিনেতাও ছিলেন।

১৯৫২ সালে তিনি প্রথম চিত্র জগতে পা রাখেন। তার প্রথম ছবির নাম ছিল সাংদিল। এরপর তিনি সিকান্দার এ আজম, ওয়াতন সে দুর ,শের দিল ইত্যাদি ছবিতে অভিনয় করে। কেরিয়ারে একশোর বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। মুমতাজের সঙ্গে দারা সিংহর জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। তার সঙ্গে দারা সিংহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।

Dara Singh

আবার পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি। তার প্রজননের সংস্থার নাম ছিল দা ফিল্ম। এছাড়াও তিনি বিভিন্ন টেলিভিশন শো-তেও কাজ করেছেন। তার অভিনীত চরিত্র গুলির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ছিল রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহীকে হনুমানের চরিত্রটি। এই হনুমানের চরিত্রে অভিনয় খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল দারা সিংহকে।

Dara Singh

এছাড়াও তিনি বিভিন্ন পৌরাণিক ধারাবাহিকে ভীম বলরাম ও মহাদেবের চরিত্রে অভিনয় করেছেন তার টেলিভিশন জীবনের কয়েকটি বিখ্যাত ধারাবাহিক হল লব কুশ, বিক্রম আউর বেতাল, হাদ কর দি, পাপা বান গেয়া হিরো ইত্যাদি। আর তার পরিচালিত ছবিগুলির মধ্যে ভক্তি মে শক্তি ও তার প্রযোজিত ছবির মধ্যে করণ হলো উল্লেখযোগ্য।

Dara Singh

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মহাভারতে’র শ্রীকৃষ্ণ? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেতা

এরপর ১৯৯৮ সালের রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করে দারা সিং। যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। এরপর অটল বিহারী বাজপেয়ী সরকার দারা সিংহকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিল। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। এরপরও তিনি কাল হো না হো, জব উইমেট এ সকল সিনেমাতে অভিনয় করেছিলেন। এরপর তিনি ২০১২ সালের ১২ ই জুলাই ৮৩ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নিজস্ব বাসভবনে মারা যান।

আরও পড়ুন : রামায়ণের মন্দোদরী এখন কোথায়? বয়সের ভারের জীর্ণ অভিনেত্রীর কিভাবে কাটছে দিন