একটা অ্যাক্সিডেন্টেই শেষ হল কেরিয়ার। ভুগেছেন মারণ রোগেও, শাহরুখ খানের ‘পরদেশ’ সিনেমার নায়িকা মহিমা চৌধুরী (Mahima Chaudhary) এখন কোথায়, কেমন আছেন? কেমন দেখতে হয়েছে তাকে? আজ আপনাদের শোনাবো মহিমা চৌধুরীর কথা।
১৯৯৭ সালে মুক্তি পায় সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ (Pardes) সিনেমাটি। এই সিনেমা দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছিল মহিমার। প্রথম ছবিতেই রাতারাতি সুপারস্টার হয়ে যান মহিমা চৌধুরী। কিন্তু এই সাফল্য ছিল সাময়িক। খুব তাড়াতাড়িই আবার ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান মহিমা। এর পেছনে ছিল তার দুর্ভাগ্য।
মহিমা চৌধুরীর জন্ম হয় ১৯৭৩ সালের ১৩ ই সেপ্টেম্বর। তাকে সুভাষ ঘাইয়ের সেরা আবিষ্কার বলা হয়। পরদেশ ছাড়াও তিনি দিল কেয়া কারে, দাগ, ধরকান, দিওয়ানে, কুরুক্ষেত্র, খিলাড়ি ৪২০, লজ্জা, তেরে নাম, বাগবান এর মত একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন। কিন্তু ১৯৯৯ সালের একটি দুর্ঘটনা তাকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে চলে যায়। ওই বছর প্রকাশ ঝা এর ‘দিল কেয়া করে’ সিনেমার শুটিং চলাকালীন স্টুডিওতে যাওয়ার পথে একটি ট্রাক তার গাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে গাড়ির কাঁচ মহিমার মুখ ক্ষতবিক্ষত করে দেয়।
ওইদিনের ওই ঘটনা এতটাই বিভৎস ছিল যে আশেপাশের মানুষেরাও মহিমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারেননি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী নিজের চেহারা আয়নাতে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর তার বেশ কয়েকটি সার্জারি হয়। ডাক্তার তার মুখ থেকে ৬৭ টি কাঁচের টুকরা বের করেছিলেন। সার্জারির পর সেরে উঠতে তার অনেক সময় লেগেছিল। তখন বাইরের সূর্যের আলোও তিনি সহ্য করতে পারতেন না। এর জন্য বহুদিন নিজেকে অন্তরালে ঢেকে রেখেছিলেন মহিমা।
কিন্তু মহিমার জীবনের স্ট্রাগল এখানেই শেষ নয়। হঠাৎ করেই একদিন তিনি জানতে পারেন স্তন ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। কিন্তু এর কোনও লক্ষণ ছিল না তার শরীরে। প্রত্যেক বছর নিয়ম করে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন। চিকিৎসকের সন্দেহ হওয়াতে তাকে বায়োপসি করতে বলা হয়। রেজাল্টে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু তার শরীরে একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এই মারণ রোগ। তাই ভয়ের কিছু ছিল না। তবুও ক্যান্সারের কথা শুনে প্রথমটা ভয় পেয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসার পর তিনি সেরে ওঠেন ও এখন অন্যান্য মহিলাদের মধ্যেও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সচেতনতা এবং ভরসার বার্তা ছড়িয়ে দিচ্ছেন মহিমা।
আরও পড়ুন : অভিষেক বচ্চনের প্রথম স্ত্রী কে? ঐশ্বর্যর আগে কাকে বিয়ে করেছিলেন তিনি?
আরও পড়ুন : এই বলিউড অভিনেত্রীর জন্য ডিভোর্সের পথে ঐশ্বর্য-অভিষেক! নাম শুনলে চমকে যাবেন
মহিমা চৌধুরীর বিবাহিত জীবনও সুখের হয়নি। অভিনেত্রী বিয়ে করেছিলেন ববি মুখার্জীকে। ২০০৬ সালে তাদের বিয়ে হয়। কিন্তু ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। মহিমার এক কন্যা সন্তান আছে যার নাম আরিয়ানা চৌধুরী। দেখতে সে মায়ের মতই সুন্দরী। মেয়েকে নিয়েই এখন একা দিন কাটাচ্ছেন মহিমা। তবে তিনি কাজ বন্ধ রাখেননি। ২০২৪ সালেও ‘ইমারজেন্সি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। আগের তুলনায় কাজ কম করছেন তবুও ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে রয়েছেন মহিমা।