Pardes Actress Mahima Chaudhary : বলিউড (Bollywood) -র বহু অভিনেতা-অভিনেত্রীই খ্যাতির শীর্ষে থাকতে থাকতে আচমকাই উধাও হয়ে যান। অনেকে বিয়ে করে নেন, অনেকে আবার গ্ল্যামার দুনিয়ার প্রতি বিতৃষ্ণা থেকে দূরে সরে যান। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) -র ‘পরদেশ’ (Pardes) খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhary) কেন অভিনয় জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন জানেন? চলুন জেনে নেওয়া যাক।
Mahima Chaudhary Biography
১৯৭৩-এর ১৩ সেপ্টেম্বর মহিমার জন্ম দার্জিলিং-এ। মহিমার আসল নাম ছিল ঋতু চৌধুরী। তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় দিয়ে বিনোদনের দুনিয়ায় পা রাখেন। তারপর একটা দুটো বিজ্ঞাপন করার পর একটি মিউজিক চ্যানেলে সঞ্চালিকা হিসেবে কাজ করছিলেন ঋতু। তখনই তিনি নজরে পড়েন পরিচালক সুভাষ ঘাইয়ের। তিনি তাকে সুযোগ দেন ‘পরদেশ’ ছবিতে। তবে পরিচালকের ‘ঋতু’ নাম পছন্দ না হওয়ায় তাকে নাম পরিবর্তন করে ‘মহিমা’ রাখতে হয়।
এরপর ১৯৯৭ সালে ‘পরদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে আকাশছোঁয়া সাফল্যে পান মহিমা। এরপর তিনি ‘দাগ দ্য ফায়ার’, ‘প্যায়ার কোই খেল নেহি’, ‘দিল ক্যায়া করে’, ‘দিওয়ানে’, ‘কুরুক্ষেত্র’, ‘খিলাড়ি ৪২০’, ‘লজ্জা’, ‘ওম জয় জগদীশ’, ‘তেরে নাম’, ‘বাগবান’, ‘এলওসি কার্গিল’-এর মতো ছবিতে অভিনয় করেন। যদিও সেই ভাবে সাফল্য পায়নি এই ছবি গুলি।
Mahima Chaudhary Husband
এরপরেই টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর বছর দুয়ের মাথায় ভেঙে যায়। এরপর আর্কিটেক্ট ব্যবসায়ী ববি মুখার্জিকে ২০০৬ সালে বিয়ে করেন মহিমা। ২০১৬ সালে সেই সম্পর্কেও ইতি পড়ে। বর্তমানে একটি ষোলো বছরের মেয়ের মা মহিমা। তবে মা হওয়ার পরে মহিমা আর সে ভাবে ছবিতে অভিনয় করেননি বললেই চলে। কারণ সন্তানকে সময় দেওয়ার কারণে তিনি কাজের সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন। শুধু অর্থের প্রয়োজনের টেলিভিশন শো করতেন। যদিও এই নিয়ে পরবর্তীকালে আপসোস করতে হয়েছে মহিমাকে।
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহিমা তার কাজ না পাওয়ার জন্য চলচ্চিত্র জগতের কালো দিকটি তুলে ধরেছেন। তিনি বলেন, ” এখন কার অভিনেত্রীরা নিজেদের প্রকাশ করার অনেক বেশি সুযোগ পান। আগে অভিনেত্রীদের নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখতে হতো। যা এখন করতে হয় না। আগেকার সময় আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তখন সেটা সামনে আসলেই সিনেমা থেকে বের করে দেওয়া হতো। কারণ তাদের শুধু ভার্জিন মহিলা নায়িকা প্রয়োজন ছিল। দর্শক এবং পরিচালক থেকে শুরু করে সকলেই এমন নায়িকা চাইত, যারা ব্যক্তিগত জীবনে একটা চুম্বন পর্যন্ত করেনি। এই কারণে যদি আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, মার্কেটে যান, তাহলে তার সম্পর্কে বলতো, “ওহ সি ইজ ডেটিং!”
Mahima Chaudhary Daughter
আরো পড়ুন : কাজ পান না বলিউডে, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেলকে
তিনি আরও জানিয়েছেন,”যদি আপনার বিয়ে হয়ে যায়, তাহলে আপনি আস্তে আস্তে পার্শ্বচরিত্রে চলে যেতেন। ক্যারিয়ার সেখানেই শেষ এবং আপনাকে অন্য কিছু ভাবতে হতো। আর যদি আপনার বাচ্চা হয়ে যায়, তাহলে আপনা ক্যারিয়ার পুরোপুরি চৌপাট হয়ে গেল। এমনকি বহু নায়কদেরও তাদের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখতে হতো।” বর্তমানে মেয়ে আরিয়ানাকে নিয়েই তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন। মহিমার মেয়েও তার মতই দারুন সুন্দরী।
আরো পড়ুন : লুকিয়ে বিয়ে, ২ মাসেই ভাঙ্গে সংসার, এই বলিউড সুপারস্টারই ছিলেন রেখার প্রথম স্বামী