সুচিত্রাকে টপকে হতে পারতেন মহানায়িকা, কোথায় হারিয়ে গেলেন উত্তম কুমারের নায়িকা আরতি

Arati Bhattacharya Biography : মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) -র সময়কে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয়। সেই সময়কার টলিউড (Tollywood) -এ অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী ছিলেন যারা অনেক ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন যাদের অভিনয়ের দক্ষতা থাকার সত্বেও মাঝপথে অভিনয় ছেড়ে দেন। আর এমনই এক অভিনেত্রী হলেন আরতি ভট্টাচার্য্য (Arati Bhattacharya)। চলুন জেনে নিই তিনি এখন কি করেন।

১৯৫৯ সালের ৮ ই নভেম্বর ভারতের জামশেদপুরে জন্মগ্রহণ করেন আরতি ভট্টাচার্য। তার ছোট থেকেই স্বপ্ন ছিল তিনি বড় হয়ে ডাক্তার হবেন। কিন্তু পরবর্তীতে তিনি স্কুলের ড্রামা কম্পিটিশনে বছরের পর বছর সুন্দর অভিনয়ের জন্য ফাস্ট প্রাইজ এবং প্রশংসা তার যেন বাঁধা ধরা হয় গিয়েছিল। আর এই ভাবে নিজের অভিনয়ের প্রশংসা পেতে পেতে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন তিনি।

Arati Bhattacharya

তারপরে কলেজের একটি নাটকে আরতি দেবীর অভিনয় দেখে মুগ্ধ হন অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। তিনি তাকে প্রথম কলকাতায় এসে থিয়েটারে যোগ দেওয়ার কথা বলেন। তারপরে মায়ের হাত ধরে মামার বাড়ি চুঁচুড়াতে আসেন সেখান থেকে কলকাতায় এসে অভিনয় জীবনে পা। সেখানে এসে সত্য বন্দোপাধ্যায়ের নাটক ‘নহবতে’ নায়িকার চরিত্র কেয়ার ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নেন অভিনেত্রী আরতী ভট্টাচার্য।

এরপরে মৃণাল সেনের হিন্দি ছবি ‘এক আধুরি কাহানি’তে অভিনয় করেন তিনি। কিন্তু তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনীত ‘স্ত্রী’ ছবিটি। যে ছবিটিতে উত্তম কুমার ও সৌমিত্রের মতো অভিনেতাদের মধ্যেও নিজের অভিনয় গুনে দর্শকের নজর কেড়েছিলেন আরতি দেবী।

Arati Bhattacharya

এরপর একটানা ১০ বছর বাংলা ছবিতে সমানতালে কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত কিছু ছবি হল, ‘পিকনিক’, ‘আমি সে ও সখা’, ‘জাল সন্ন্যাসী’, ‘জব চার্ণকের বিবি’, ‘নিশান’, ‘অসাধারণ’, ‘আনন্দমেলা’, ‘প্রেয়সী’, ‘নন্দিতা’ ইত্যাদি। কিন্তু তারপরেই আস্তে আস্তে অভিনয় জীবন থেকে সরে গেলেন তিনি।

Arati Bhattacharya

আরও পড়ুন : প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-পিসিমা! পার্শ্বচরিত্রেও মন জয় করছেন মৌমিতা

কারণ ১৯৮০ সালে ‘কাল হামারা হে’ হিন্দি ছবিতে অভিনয় করতে গিয়ে ভোজপুরি নায়ক কুনাল সিং এর সঙ্গে সম্পর্ক হয় তার। এরপর ১৯৮২ সালে কুনাল সিংকে বিয়ে করে মুম্বাইতে গিয়ে সংসার পাতেন আরতি ভট্টাচার্য। বিবাহের পরে বাংলা অভিনয় জীবনকে ছেড়ে দিলেও নিজের প্রোডাকশন হাউস খুলে কয়েকটি হিন্দি এবং ভোজপুরি সিনেমার প্রযোজনা করেছেন তিনি।

আরও পড়ুন : ৪০০ মানুষের কোটি কোটি টাকা মেরেছেন! টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা