কোথায় হারিয়ে গেলেন ‘মোহাব্বাতে গার্ল’ প্রীতি? এখন কেমন দেখতে হয়েছে তাকে দেখুন

আজ থেকে প্রায় ২ দশক আগে মুক্তি পেয়েছিল মোহাব্বাতে (Mohabbatein) ছবিটি। বলিউডের এই ছবিতে নতুন-পুরনো মিলিয়ে বেশ কয়েকজন তারকা ছিলেন। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন তো ছিলেনই, সেই সঙ্গে বেশ কয়েকজন নতুন তারকাও নজর কেড়েছিলেন। তাদের মধ্যেই অন্যতম একজন প্রীতি ঝঙ্গিয়ানি (Preeti Jhangiani)। যাকে সবাই মোহব্বতে গার্ল নামে চিনে ছিলেন। এখন কোথায় সেই অভিনেত্রী?

১৯৮০ সালে মহারাষ্ট্রের মুম্বাইতেই জন্মগ্রহণ করেন প্রীতি। মুম্বাই থেকেই তিনি স্কুল এবং কলেজের পড়াশোনা করেছেন। স্নাতকের পর তিনি মডেলিং করতে শুরু করেন। ১৯৯৭ সালে রাজর্ষি প্রযোজনা সংস্থার একটি মিউজিক অ্যালবামে তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান। তারপর টিভির পর্দায় বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা যেতে থাকে। ১৯৯৯ সালে ‘মাজাভিল্লু’ নামের মালায়ালাম ছবি দিয়ে তিনি বড় পর্দায় পা রাখেন।

Preeti Jhangiani

প্রীতি এরপর ২০০০ সালেই ‘মোহাব্বাতে’ ছবির প্রস্তাব পান বলিউড থেকে। এই ছবিটা থেকে দারুণ প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। এরপর একে একে তিনি ‘না তুম জানো না হম’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘অনর্থ’, ‘এলওসি কার্গিল’, ‘আন: মেন অ্যাট ওয়ার্ক’-এর মত একাধিক ছবিতে অভিনয় করেন। কিন্তু আর কোনো ছবিতে তিনি তেমন সাফল্য পাননি।

শুধু হিন্দি নয়, প্রীতি তার কেরিয়ারে বেশ কিছু মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড়, পাঞ্জাবি, উর্দু, রাজস্থানি ছবিতেও কাজ করেন। এমনকি ২০১৩ সালে ‘মিসটেক’ নামের একটি বাংলা ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। কিন্তু তার কেরিয়ার আর খুব বেশি এগোয়নি।

Preeti Jhangiani

২০০৮ সালে প্রীতি প্রযোজক তথা অভিনেতা পরভিন দবসকে বিয়ে করেন। তারপর তিনি অভিনয় জগত থেকে ধীরে ধীরে সরে যেতে থাকেন। স্বামীর সঙ্গে হাত মেলান প্রযোজনার কাজে। ২০১১ সালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ২০১৬ সালে তাদের দ্বিতীয় পুত্রের জন্ম হয়। প্রীতি কিন্তু অভিনয় একেবারে ছেড়ে দেননি। মাঝেও তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন। ২০২৩ সালে ‘কাফাস’ নামের একটি ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন : পরকীয়া, গর্ভপাত থেকে একাধিক প্রেম! সামান্থা কীর্তি শুনলে চোখ কপালে উঠবে আপনার

Preeti Jhangiani

আরও পড়ুন : সুপারস্টারের সঙ্গে পালিয়ে হোটেলে বাস! কোথায় হারিয়ে গেলেন ‘গোলমাল’ সিনেমার বিন্দিয়া?

নিয়মিত অভিনয় না করলেও ৯০ এর দশকের দর্শকদের মনে এখনো জায়গা করে রেখেছেন প্রীতি। বলিউডে তার কেরিয়ারের অধঃপতনের কারণ হিসেবে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে তাকে পথ দেখানোর মত কেউ ছিল না। তাই তার পথটা এত মসৃণ হয়নি। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার চার লক্ষের কাছাকাছি ফলোয়ার্স আছেন।