স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল মা। প্রায় ১০ বছরের পুরনো এই সিরিয়ালের প্রতি আজও নস্টালজিয়ায় ভোগেন দর্শকরা। আর এই একটি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা করিয়েছিলেন অভিনেত্রী তিথি বসু। ছোট্ট ঝিলিক থেকে ঝিলিকের বড় বেলা পর্যন্ত, বলতে গেলে এই সিরিয়ালের সেটেই বড় হয়ে উঠেছিলেন তিথিও। কিন্তু মা সিরিয়ালের পর আর কোনদিনও কোনও সিরিয়ালে দেখা যায়নি তিথি বসুকে। কেন জানেন? এখন কোথায় রয়েছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী?
কোথায় আছেন মা সিরিয়ালের ঝিলিক ওরফে তিথি বসু?
ঝিলিক হিসেবে জনপ্রিয় ছোট্ট সেই মেয়েটি এখন আর ছোট নেই। স্কুল এবং কলেজের গন্ডি পেরিয়ে সে এখন পরিপূর্ণ যুবতী। তবে হ্যাঁ সিরিয়াল এবং সিনেমাতে এখন আর অভিনয় করেন না তিথি। অভিনেত্রীর কথায় তিনি সিরিয়াল কিংবা সিনেমা করছেন না ঠিকই, তবে ইউটিউবের জন্য নিয়মিত কাজ করছেন। নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত ভিডিও বানিয়ে পোস্ট করেন তিনি। কিন্তু দর্শকরা বারবার তাকে সিরিয়ালে ফিরে পেতে চান।
কেন অভিনয় ছেড়ে দিলেন তিথি বসু?
আসলে তিথির ছোটবেলাটা খুব একটা ভালো ছিল না। ছোটবেলা থেকেই তিনি তার বাবা এবং মায়ের মধ্যে অশান্তি দেখেছেন। তার আইসিএসসি পরীক্ষার ঠিক আগেই বাবা ও মায়ের ডিভোর্স হয়ে যায়। ওই সময়টা তিথির জন্য খুবই খারাপ কেটেছিল। বাবা ছেড়ে চলে যাওয়াতেতে তিথিকে অনেকেই অনেক খারাপ কথা বলেছিলেন। তখন তিথি ছিলেন কিশোরী। ওই সময় তার কোমল মনে অনেক বড় প্রভাব ফেলেছিল ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন।
আরও পড়ুন : কার সঙ্গে প্রেম করছেন ‘পরিণীতা’র পারুল? প্রকাশ্যে মনের মানুষের কথা ফাঁস করলেন ঈশানী
আরও পড়ুন : ডিভোর্সের পর বাঙালি ‘হটবম্ব’কে বিয়ে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই বলিউড অভিনেতা
চরম স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছে দিন
বাবা ও মায়ের ডিভোর্সের পর অতটুকু বয়সেই তিথিকে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। সিরিয়াল করে যা উপার্জন করতেন সেই থেকে ইলেকট্রিক বিল মেটানো থেকে রান্নাবান্না, বাজার করা, সব একা হাতেই করতেন তিনি। আসলে স্বামী ছেড়ে চলে যাওয়াতে তিথির মা খুব ভেঙে পড়েছিলেন। তাই ছোট্ট তিথিকেই তার মায়ের গার্জেন হতে হয়েছিল। সংসার, অভিনয়, পড়াশোনা, সবকিছু একা হতেই সামলাচ্ছিলেন অভিনেত্রী। চরম দারিদ্রেও কেটেছিল সেই সব দিন। বহুদিন শুধু নুন ভাত খেয়েও স্কুলে গিয়েছিলেন তিনি। অনেকেই অনেক খারাপ কথা বলতেন তাকে। বলতেন এই মেয়ের আর কিছু হবে না। কিন্তু তিথি সবার মুখ বন্ধ করে দিয়েছেন। এখন তিনি ইউটিউবের জন্য কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই কাজ করছেন। ভবিষ্যতে সিরিয়ালে ফিরবেন কিনা সে সম্পর্কে জানাননি কিছুই।