Lokesh Ghosh Biography : ৯০ এর দশকের একেবারে শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিকের দাপট চলছে, তখনই এক সুদর্শন অভিনেতা প্রবেশ করেন টলিউড (Tollywood) -এ। যাকে আজও ‘লোফার’ (Lofar) সিনেমার জন্য মনে রেখেছেন দর্শকরা। তিনি হলেন প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ (Lokesh Ghosh)। খুব কম সময়ের মধ্যে তিনি প্রভূত সাফল্য পেয়েছিলেন। তার অবশ্য আরও একটি পরিচয় তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরী (Anjan Choudhury) -র জামাই।
১৯৯৭ সালে ‘নাচ নাগিনী নাচ রে’ (Naach Nagini Naach Re) সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন লোকেশ। তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ কিছু পেয়েছিলেন তেমন নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখেই জানিয়েছেন তার বাবা তৎকালীন সময়ের টপ পরিচালক এবং প্রযোজকদের বলেই রেখেছিলেন ছেলেকে যেন কাজে না নেন তারা। আর লোকেশও দেবেশ ঘোষের ছেলে হিসেবে নয়, নিজের প্রতিভার জোরে লোকেশ ঘোষ হিসেবেই প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন।
৯০ এর দশকের শেষ থেকে ২০০৪ সাল পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে যাচ্ছিলেন লোকেশ। অবশ্য তার এই উত্থানের পেছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল। লোকেশ নিজেও স্বীকার করেন তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছিল তার নেপথ্যে সবটাই ছিলেন অঞ্জন চৌধুরী। লোকেশকে তিনি খুবই ভালবাসতেন। তাই তো মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে তিনি তার পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দেন।
তবে লোকেশ ঘোষের বাস্তব জীবনটা মোটেই সুখের হয়নি। ২০০৪ সালে তার বাবা মারা যান। তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। বাবার সম্পত্তির কানাকড়িও ভাগ পাননি লোকেশ। চুমকি চৌধুরী সঙ্গেও তার দাম্পত্য জীবনটাও সুখের হয়নি। শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন। লোকেশ এবং চুমকির একটি মেয়ে রয়েছে। সেও মায়ের সঙ্গেই থাকে।
লোকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চুমকি আবার বিয়ে করেন। তবে এই বিচ্ছেদের পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা। তিনি আবার নতুন করে টলিউডের ফিরতে চান এখন। দর্শক মহলে আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতই। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন আগামী ২ বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে তাতে ইন্ডাস্ট্রিকে তাকে নিয়ে আবারও ভাবতে হবে।
আরও পড়ুন : প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-পিসিমা! পার্শ্বচরিত্রেও মন জয় করছেন মৌমিতা
২০০৪ সালের পর থেকে কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন টলিউড থেকে। তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন। কিন্তু একজন অভিনেতা হিসেবে অভিনয়টাই তার আসল পথ। তাই অতীত ভুলে নতুন ভাবে আবার টলিউডের পথে পা বাড়িয়েছেন লোকেশ। শীঘ্রই তার কিছু ছবি মুক্তি পাবে। দর্শকরা আবারও নতুন রূপে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে।
আরও পড়ুন : বিয়ের ৪ বছরেই ডিভোর্স! এই ‘তৃতীয় ব্যক্তি’র জন্যই ভাঙলো জিতু-নবনীতার বিয়ে