Lagaan Movie Gori Mem Rachel Shelley : ভারতীয় সিনেমা (Indian Cinema) এবং আমির খান (Aamir Khan) -র কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছবি ছিল ‘লাগান’ (Lagaan) ২২ বছর আগের সেই ছবির জনপ্রিয়তা আজও রয়েছে সিনে-প্রেমীদের কাছে। আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় দেশপ্রেমের প্রেক্ষাপটে এই সিনেমাটি বক্স অফিসে খুবই হিট হয়েছিল। এই সিনেমায় এক ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন বিদেশি অভিনেত্রী রেচেল শেলি (Rachel Shelley)।
ছবিতে সাদা গাউন পরিহিত ব্রিটিশ মেয়ে এলিজাবেথ যাকে ‘গোরি মেম’ বলে ডাকা হত তিনি আজকে কোথায় আছেন জানেন? ২২ বছর পর বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতেই ফের মিলল তার খোঁজ। সুদীপ শর্মা পরিচালিত ‘কোহরা’ (Kohra) ওয়েব সিরিজে আবার অভিনয়ের জন্য ভারতে ফিরে এলেন রেচেল। তবে এখন তার চেহারা দেখলে চিনতে পারবেন না কেউ।
ব্রিটিশ অভিনেত্রী রেচেলের বাড়ি ইংল্যান্ডে। তিনি মাত্র ২৪ বছর বয়সে অভিনয় দুনিয়াতে পা রাখেন। বলিউডে আসার আগে তিনি কিছু হলিউড ছবিতে কাজ করেছিলেন। তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বহুবার। কিন্তু ‘লাগান’ ছবিটি অস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর রেচেলেরও কেরিয়ার গুরুত্বপূর্ণ মোড় নেয়।
তবে বলিউডে ওই একটি ছবি করার পর তাকে আর কখনও অন্য কোনও হিন্দি ছবিতে কিংবা ভারতীয় সিনেমাতে দেখা যায়নি। তিনি তার নিজের দেশে ফিরে যান এবং সেখানে কাজ করতে শুরু করেন যদিও রেচেল কিন্তু বেশ কয়েক বছর আগেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি পডডিভা নামের একটি পডকাস্ট চালাতেন। সেই সঙ্গে টিভি অনুষ্ঠানের প্রযোজনা করতেন।
২২ বছর আগের সুন্দরী সেই বিদেশি অভিনেত্রীর বয়স এখন ৫২ বছর। তবে তার ছবি দেখে বয়স আন্দাজ করা খুব মুশকিল। কারণ বয়স ৫০ পেরলেও তাকে দেখে সবাই ৩০ বছর বয়সী বলে ভুল করেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। রূপান্তরকামীদের নিয়ে তিনি বিভিন্ন প্রচার অনুষ্ঠান চালান। তার পরিবারে রয়েছে পরিচালক প্রযোজক স্বামী ম্যাথিউ পারখিল, মেয়ে ইডেন এবং একটি পোষ্য।
আরও পড়ুন : ‘নো কিস’ শর্ত ভেঙ্গে ক্যাটরিনাকে চকাস চুমু! নিয়ম ভাঙ্গার কারণ ফাঁস করলেন শাহরুখ খান
অবশেষে এতদিন বাদে আবার অভিনয়ের সুবাদে ভারতে এসেছেন রেচেল। থ্রিলারধর্মী এই সিরিজের ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। পরিচালক সুদীপ শর্মা জানিয়েছেন তিনি আসলে তার প্রজেক্টের জন্য এমন ব্রিটিশ অভিনেত্রীর খোঁজেছিলেন যিনি ভারতীয় শুটিংয়ের সংস্কৃতি সম্পর্কে পরিচিত। সিরিজের বাজেট কম। বড় মাপের বিদেশী অভিনেত্রীকে কাস্ট করা সম্ভব ছিল না। রেচেলের যেহেতু পূর্ব অভিজ্ঞতা রয়েছে ভারতে কাজ করার তাই তাকেই নেওয়া হয়েছে।
আরও পড়ুন : আলিয়া-দীপিকা নন, ১০০ কোটির ক্লাবের প্রথম নায়িকা ছিলেন আশির দশকের এই বলিউড অভিনেত্রী