এক ভুলে নষ্ট কেরিয়ার! কোথায় হারিয়ে গেল ‘লাগান’ সিনেমার নায়িকা?

কোথায় হারিয়ে গেলেন আমির খানের ‘লাগান’ (Lagaan) সিনেমার নায়িকা? শুধু আমির নন, সঞ্জয় দত্তের সঙ্গেও ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। আবার অজয় দেবগনের সঙ্গে ‘গঙ্গাজল’ সিনেমাতেও প্রশংসিত হয়েছিল তার অভিনয়। কিন্তু এরকম দু-একটা ছবি করতে করতে হঠাৎই ঘটে গেল ছন্দপতন। ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ গায়েব হয়ে গেলেন গ্রেসি সিং (Gracy Singh)। এখন কোথায় কী করছেন তিনি?

বলিউডে পা রাখার পর একটার পর একটা ছবির সাফল্য ক্রমে গ্রেসিকেও কেরিয়ারে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিতেও তখন চুটিয়ে কাজ করতেন অভিনেত্রী। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সবকিছু উলটপালট হয়ে যায়। মাত্র একটি ভুল সিদ্ধান্ত গ্রেসির কেরিয়ার শেষ করে দেয়। আর সেটা ছিল কমল রশিদ খান তথা কেআরকের সঙ্গে ‘দেশদ্রোহী’ সিনেমাতে অভিনয় করা।

Gracy Singh

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে একেবারেই চলেনি কমলের খারাপ অভিনয়ের জন্য। ছবি সমালোচকরা এই ছবিটিকে বিগ্রেড বলে দাগিয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে গ্রেসিকে নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ বলতে থাকেন গ্রেসির হাতে নাকি এখন কাজ কমে গেছে। সেই কারণেই তিনি যা তা ছবির প্রস্তাবে রাজি হয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ বলতে থাকেন গ্রেসির নাকি খুব টাকার লোভ। যিনি সঞ্জয় দত্ত, আমির খান, অজয়ের মত তারকাদের সঙ্গে কাজ করেছেন, তিনি কেআরকের সঙ্গে কাজ করে নিজের জাত নষ্ট করেছেন, এমনটাই বলা হত তখন। আর এই কারণে একের পর এক পরিচালক তাদের ছবি থেকে গ্রেসিকে বাদ দিয়ে দেন।

Gracy Singh

গ্রেসি তখন বলিউডে টিকে থাকতে কয়েকটি কম বাজেটের ছবিতে অভিনয় করেন। সেই সঙ্গে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি অভিনয় শুরু করেন। ২০১৩ সালে ‘সমাধি’ নামের একটি বাংলা ছবিতে গোবিন্দার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ২০১৫ সালে মারাঠি ছবি ‘চুঁড়িয়া’তে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই সিনেমাতে বিনোদ খান্না এবং সুধাংশু পান্ডেও ছিলেন।

আরও পড়ুন : বলিউডের ষড়যন্ত্রেই কি শেষ হয়ে গেল শ্রদ্ধা কাপুরের কেরিয়ার? কেন এত কম কাজ করেন শ্রদ্ধা?

Gracy Singh

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর প্রেমে পাগল ছিলেন! আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী

সিনেমায় বিশেষ সুবিধা করতে না পেরে গ্রেসি এরপর হিন্দি সিরিয়াল করতে শুরু করেন। কিন্তু সেখান থেকেও খুব বেশি সাফল্য তিনি পাননি। ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই গেলেন গ্রেসি। তবে আজও তাকে স্মরণ করেন ভক্তরা। আপনিও কি মিস করেন গ্রেসি সিংকে? কমেন্টে লিখে জানান আমাদের।