কৌন বানেগা ক্রোড়পতির প্রথম কোটিপতি এখন কোথায়? ২৫ বছর পর পাওয়া গেল অমিতাভ বচ্চনের কেবিসি শো এর প্রথম উইনার হর্ষবর্ধন নওয়াথের খবর। ২৫ বছর আগে হর্ষবর্ধন এক কোটি টাকা জিতে রীতিমত ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার জেতার আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ। আজ এত বছর বাদে আবার কেবিসির মঞ্চে পাওয়া গেল তাকে।
কৌন বানেগা ক্রোড়পতির প্রথম বিজেতা হর্ষবর্ধন
হর্ষবর্ধন যখন এই রিয়েলিটি শোতে অংশ নেন তখন তার বয়স ছিল ২৭ বছর। কেবিসিতে অংশ নেওয়ার সময় আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন হর্ষবর্ধন। এক কোটি টাকা জিতে তিনি বিদেশে গিয়ে পড়াশোনা করেন। তারপর দেশে ফিরে মাহিন্দ্রা গোষ্ঠীতে চাকরি করতেন। তারপর বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থার সামাজিক উন্নয়ন শাখার পরিচালকের দায়িত্ব সামলেছেন। ওয়েলস্পন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছিলেন কিছুদিন। এখন তার বয়স ৫২ বছর। এখন তিনি বিখ্যাত জেএসডাবলু ফাউন্ডেশনের সিইও।
কেবিসির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রথম বিজয়ী হর্ষবর্ধনকে আবার ডেকে আনা হয়েছিল এই অনুষ্ঠানে। মাথার চুলে পাক ধরেছে, পরনে কালো রঙের স্যুট, চোখে উঠেছে চশমা। তবুও তাকে দেখে চিনে নিতে কষ্ট হয়নি দর্শকদের। আজও সেই পঁচিশ বছর আগের মতই প্রাণবন্ত হর্ষবর্ধন। এখন পরিবার নিয়ে মুম্বাইতে থাকেন তিনি। স্ত্রী সারিকা এবং দুই ছেলেকে নিয়ে বেশ সুখের সংসার তার। তার স্ত্রী সারিকা ইনস্টাগ্রামে বেশ একটিভ থাকেন।
আরও পড়ুন : KBC-র ইতিহাসে এটাই সবথেকে কঠিন প্রশ্ন! উত্তর দিলেই ৭ কোটি আপনার
আরও পড়ুন : ২৫ লাখ দিয়ে শুরু! KBC -এর জন্য এখন কত পারিশ্রমিক পাচ্ছেন অমিতাভ বচ্চন?
২৫ বছর পর আবার এই মঞ্চে ফিরে এসে নস্টালজিক হয়ে পড়েন হর্ষবর্ধন। তিনি বলেন কেবিসি তাকে অনেক কিছু দিয়েছে। তিনি টাকা, প্রশংসা, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি একটি মজার তথ্য শেয়ার করেছিলেন সংবাদমাধ্যমে। ক্রোড়পতি হওয়ার পর সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন ঐদিন প্রতিযোগিতা চলার সময় তিনি আগেই টের পেয়ে গিয়েছিলেন তিনিই কেবিসির প্রথম কোটিপতি হবেন। আসলে বিজ্ঞাপনের সময় অমিতাভ নিজের ব্যক্তিগত মেকআপ আর্টিস্টকে হর্ষবর্ধনের মেকআপ করে দিতে বলেন যাতে তাকে টিভির পর্দায় দেখতে আরও ভাল লাগে। এই কথা শুনেই হর্ষবর্ধন বুঝেছিলেন তাকে সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে আনা হবে কারণ তিনিই হতে চলেছেন কেবিসির প্রথম কোটিপতি বিজয়ী।