কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’ নায়িকা স্মাইলি? এখন তাকে দেখলে চিনতে পারবেন না

প্রথম ছবি ব্যাপক হিট! তারপর কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’ নায়িকা স্মাইলি সুরি?

২০০৫ সালে বলিউডে ‘কলিযুগ’ (Kalyug) নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল যা নিমিষে মানুষের মন জয় করে ফেলেছিল। সিনেমায় মুখ্য ভূমিকায় কুনাল খেমু (Kunal Khemu) অভিনয় করলেও পার্শ্ব চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন ইমরান হাশমি। তবে এই সিনেমায় অভিনয় করে রাতারাতি যে অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি হলেন স্মাইলি সুরি (Smilie Suri)। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ কেন হারিয়ে গেলেন তিনি? অভিনয়ের জীবন থেকে দূরে এখন ঠিক কি করছেন তিনি?

১৯৯৭ সালের ৩০ এপ্রিল মুম্বাইতে জন্ম হয় স্মাইলির। অভিনেত্রী ছাড়াও স্মাইলি একজন অসাধারণ পোল ড্যান্সার। তবে কোন বহিরাগত নয়, স্মাইলি ছিলেন একজন তারকা সন্তান। ছোট থেকেই তারকা পরিবারেই বেড়ে উঠেছেন তিনি। স্মাইলি কোন তারকা পরিবারের সদস্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

Smilie Suri

স্মাইলি হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের খুড়তেতো বোন। এক প্রকার বলতে গেলে তিনি ইমরান হাসমি এবং মোহিত সুরিরও বোন। অর্থাৎ ভাট পরিবারের যথেষ্ট কাছের মানুষ ছিলেন তিনি। এত বিখ্যাত পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়া সত্ত্বেও তিনি কেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেন না বলিউডে?

‘কলিযুগ’ সিনেমার অসাধারণ সাফল্যের পর যে নায়িকার বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই নায়িকার বলিউড থেকে হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। ২০১৪ সালের ২ জুলাই কোরিওগ্রাফার তথা নৃত্য শিক্ষক বিনীত বাংরাকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের কিছু বছরের মধ্যেই স্মাইল এবং বিনীত আলাদা হয়ে যান।

Smilie Suri

ভালোবেসে বিয়ে করার পর সেই বিয়ে যখন ভেঙে যায় তখন স্বাভাবিকভাবেই স্মাইলি মানসিক অবসাদের শিকার হন। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই বিষন্নতা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন পোল নৃত্যের হাত ধরে। ধীরে ধীরে নিজের নাচের মাধ্যমেই ফের পরিচিতি গড়ে তোলেন স্মাইলি। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ২৮ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে অভিনেত্রীর। পর্দার রেনুকার নতুন ছবি দেখলে আপনি সহজে চিনতেই পারবেন না তাকে।

আরও পড়ুন : পেটের দায়ে টয়লেট পরিষ্কার করতেন! আজ দেশের সেরা নায়িকা এই অভিনেত্রী

Smilie Suri

আরও পড়ুন : ৫৮ তে তৃতীয় বিয়ে! রণিত রায়ের স্ত্রী কত সুন্দরী দেখুন, রইল ছবি গ্যালারি

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ক্র্যাকার্স’, ‘ক্রুক’, ‘ইয়ে মেরা দিল’, ‘তিসরি আখ’- এর মতো বেশ কিছু সিনেমায় কাজ করেছেন স্মাইলি। সিনেমা ছাড়াও ২০১৫ সালের ‘নাচ বলিয়ে ৭’- এর প্রতিযোগী ছিলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে ‘যোধা আকবর’ নামক সিরিয়ালে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন স্মাইলি।