বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির এক সময়ের দাপুটে অভিনেত্রী মিতা চ্যাটার্জী। কুটিল পিসিমা, শাশুড়ি কিংবা স্নেহশীলা অভিভাবিকা—যেকোনো চরিত্রে তিনি দর্শকদের হৃদয় জয় করতেন। ‘জন্মভূমি’ ধারাবাহিকের পিসিমা চরিত্রটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু গত আড়াই বছর ধরে তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এখন প্রশ্ন হলো, কোথায় আছেন মিতা চ্যাটার্জী? কেমন আছেন এই বর্ষীয়ান অভিনেত্রী? তাঁর জীবনযুদ্ধ এবং অনুপস্থিতির গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন।
কোথায় হারিয়ে গেলেন মিতা চ্যাটার্জি? | What Happened to Mita Chatterjee?

মিতা চ্যাটার্জির জীবনকাহিনী | Mita Chatterjee’s Life Story
মিতা চ্যাটার্জীর অভিনয় জীবনের শুরু ১৯৪৭ সালে, হেমেন বসুর ‘ভুলি নাই’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। তাঁর আসল নাম নমিতা চ্যাটার্জী। কিন্তু ইন্ডাস্ট্রিতে একই নামের দুই নায়িকা থাকায় বিভ্রান্তি এড়াতে অনুপ কুমার তাঁকে ‘মিতা’ নাম দেন। এই নামেই তিনি পরিচিতি পেয়েছেন।
মিতা চ্যাটার্জির অভিনয় জীবন | Mita Chatterjee’s Acting Journey
মিতা চ্যাটার্জী শুধু একজন অভিনেত্রীই নন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। নাচ, গান, খেলাধুলা, পড়াশোনা—সব ক্ষেত্রেই তিনি সিদ্ধহস্ত। রাজেন বসুর কাছে গান এবং মনি শংকর মহাশয়ের কাছে নাচ শিখেছিলেন তিনি। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি নেপালি ভাষাতেও তাঁর দক্ষতা রয়েছে। এছাড়াও টেবিল টেনিস থেকে সাঁতার—সবই জানেন তিনি। মিতা চ্যাটার্জীর জীবন সংগ্রামে ভরা। বিয়ের মাত্র বছরখানেকের মধ্যে তাঁর স্বামী সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। একরত্তি মেয়েকে নিয়ে সংসারের হাল ধরেন তিনি। স্বামীকে হারানোর বেদনা সত্ত্বেও তিনি কখনও ভেঙে পড়েননি। মেয়েকে মানুষ করার পাশাপাশি অভিনয়কেও সমান গুরুত্ব দিয়েছেন।

মিতা চ্যাটার্জী আজ কোথায়? | Where Is Mita Chatterjee Now?
গত আড়াই বছর ধরে মিতা চ্যাটার্জী ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন। করোনা মহামারির কারণে তিনি নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে বেছে নিয়েছেন নিভৃতচারী জীবন। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এখন তিনি বিশেষভাবে অভিনয় করেন না, তবে দর্শকরা তাঁকে এখনও মনে রেখেছেন। মিতা চ্যাটার্জীর অভিনয় এবং জীবনযুদ্ধ দর্শকদের জন্য এক অনুপ্রেরণা। তাঁর প্রতিভা, সংগ্রাম এবং দৃঢ়তা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক। দর্শকরা আশাবাদী, তিনি আবারও ফিরে আসবেন পর্দায়, তাঁর অভিনয়ের জাদু ছড়িয়ে দেবেন।