হাতে নেই কাজ! কোথায় হারিয়ে গেলেন ‘ইষ্টিকুটুমে’র বাহামণি?

স্টার জলসায় (Star Jalsha) লীনা গাঙ্গুলীর ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। এক আদিবাসী মেয়ে বাহার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিনেত্রী রণিতা দাস (Ranieeta Dash)। সিরিয়ালটি চলেছিল বেশ কয়েক বছর। ঋষি কৌশিক এবং রণিতার জুটি আজ এত বছর পরেও যেন কোথাও দর্শকদের মনের মধ্যে গেঁথে আছে। কিন্তু এই একটি সিরিয়ালের পর বাহা ওরফে রণিতাকে আর কখনও টিভি ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি।

Ishti Kutum

ইষ্টিকুটুম সিরিয়াল দিয়ে কিন্তু রণিতার অভিনয় জীবন শুরু হয়নি। এর আগে তিনি ‘ধন্যি মেয়ে’ নামের একটি সিরিয়ালে অভিনয় করতেন। তবে ‘ইষ্টিকুটুম’ তার কেরিয়ারের মাইলস্টোন বলা যেতে পারে। ছোটখাটো গোলগাল চেহারার মিষ্টি মেয়েটিকে এক নজরেই পছন্দ করে ফেলেছিলেন দর্শকরা। বিশেষ করে আদিবাসী মেয়ে বাহার চরিত্রে তার অভিনয়, ডায়লগ সবটাই দর্শকদের মনে ধরেছিল। এমন একটি চরিত্রে অসাধারণ দক্ষতার সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন রণিতা। আজও দর্শকরা তাকে বাহা নামেই চেনেন।

কিন্তু এত জনপ্রিয়তা কপালে সইলো না তার। সিরিয়ালটি চলার পর মাঝপথে হঠাৎ রণিতা অভিনয় ছেড়ে দিলেন। প্রোডাকশন হাউজের তরফ থেকে অবশ্য বলা হয় রণিতা অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি অভিনেত্রী নিজেও তাই বলেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, বাহা চরিত্রটির জনপ্রিয়তাই নাকি রণিতার মাথা ঘুরিয়ে দিয়েছিল। একরকম জেদের বশেই তিনি সিরিয়াল ছেড়েছিলেন। এই নিয়ে জল্পনা রয়েছে অনেক। কিন্তু ইন্ডাস্ট্রিতে রণিতার কেরিয়ার গ্রাফ দেখলে কিন্তু জল্পনাকেই সত্যি বলে মনে হয়। কারণ এরপর এত বছর পেরিয়ে গেল, আর কখনও কোনও সিরিয়ালেই তাকে দেখা যায়নি।

Ranieeta Dash

রণিতা জানিয়েছিলেন তার মেরুদন্ডে প্রচন্ড ব্যথা ছিল। এছাড়া অনেকটা ওজন বেড়ে গিয়েছিল তার। যে কারণে তাকে ‘ইষ্টি কুটুম’ ছাড়তে হয়েছিল। এমনকি সিরিয়াল মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে কেসও করা হয়েছিল। কিন্তু পরে সেই কেস তুলে নেওয়া হয়। রণিতা এও বলেন, “ব্যথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম।”

আরও পড়ুন : খলনায়ক হয়ে অবিরাম কুড়িয়েছেন অভিশাপ! নিমু ভৌমিকের পরিণতি ছিল খুবই মর্মান্তিক

Ranieeta Dash

আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় শ্রেয়া ঘোষালের প্রেম জীবন! তার স্বামী কে জানেন?

সিরিয়ালে এরপরে আর দেখা না গেলেও বেশ কয়েকটি সিনেমাতে দেখা গিয়েছিল রণিতাকে। ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে ‘খেলা শুরু’ সিরিজেও তিনি কাজ করেছিলেন। এরপর ‘আবার কাঞ্চনজঙ্ঘা’, ‘মায়া’, ‘আ‌ সেপারেট স্কাই’ নামের হাতে গোনা কিছু সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকেন রণিতা। সোশ্যাল মিডিয়াতে হরদম ছবি এবং ভিডিও তিনি শেয়ার করতে থাকেন নিজের।