‘হাঙ্গামা’, ‘বাগবান’, ‘গরম মশলা’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম’ সিনেমার সুন্দরী সেই নায়িকাকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? নাম ছিল তার রিমি সেন (Rimi Sen)। বাঙালি এই অভিনেত্রী মাত্র কয়েকটি সিনেমা দিয়েই বলিউডে (Bollywood) প্রতিষ্ঠা পেয়েছিলেন। কিন্তু এখন আর তাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যায় না? কোথায় হারিয়ে গেলেন বলিউডের সেই সুন্দরী বাঙালি নায়িকা?
২০০২ সালে তেলুগু সিনেমা ‘নি থুডু কাভালি’ দিয়ে অভিনয় দুনিয়াতে পা রাখেন রিমি সেন। পরের বছর তিনি বলিউডে পা রাখলেন ‘হাঙ্গামা’ সিনেমা দিয়ে। অক্ষয় খান্না, আফতাব শিবদাসানি এবং পরেশ রাওয়ালরা ছিলেন এই সিনেমাতে তার সহকর্মী। এরপর একে একে তিনি অভিষেক বচ্চনের বিপরীতে ‘ধুম’, সালমান খানের ‘কিয়ুকি’, অক্ষয় কুমার এবং জন আব্রাহামের ‘গরম মসলা’ এবং অজয় দেবগনের ‘গোলমাল’ সিনেমাতে অভিনয় করেন। নীল নীতিন মুকেশের সঙ্গে ‘জনি গদ্দার’ সিনেমাতেও তিনি অভিনয় করেন।
কিন্তু এরপর রিমির বেশ কিছু সিনেমা বলিউডে ফ্লপ করে। ‘দে তালি’, ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমাগুলো তার ফ্লপ হয়েছিল। ‘থ্যাঙ্ক ইউ’, ‘শাগিরদ’ সিনেমা দুটোও চলেনি। ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে শুরু করেন অভিনেত্রী। ২০১৫ সালে তিনি বিগ বস এ অংশ নেন। কিন্তু সপ্তম সপ্তাহে বাদ পড়ে গিয়েছিলেন শো থেকে। এরপর তাকে দেখা যায় ‘ঝলক দিখলা জা’তে।
‘বুধিয়া সিং – বর্ন টু রান’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন রিমি। সেখানেও তিনি ফেল করে যান। এরপর ধীরে ধীরে বলিউড থেকে তিনি উধাও হতে শুরু করেন। বিগত আট বছর ধরে তাকে আর কোনও প্রজেক্টে দেখা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকেন এই অভিনেত্রী। তবে এখন তার চেহারা অনেকটাই বদলে গিয়েছে। তাকে দেখে ভক্তরা মনে করেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
রিমি সেনের চেহারা বদলে যাওয়া নিয়ে যখন চরম সমালোচনা হয় তখন একবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি… যদি তা তাঁদের ভাল লাগে, তাহলে আমার জন্য দারুণ ব্যাপার। প্লাস্টিক সার্জারি না করেই মানুষ মুখ খুলছেন আমার বিষয়ে”।
আরো পড়ুন : কোথায় হারিয়ে গেলেন জারিন খান? নষ্ট কেরিয়ারের জন্য কাকে দায়ী করেন সালমানের নায়িকা?
রিমি আরও বলেন, “আমি ফিলার, বোটক্স, পিআরপি ট্রিটমেন্ট করেছি, অন্য কিছু করিনি। যতক্ষণ না কেউ অপরাধ করছে, আমার মনে হয় না ততক্ষণ কাউকে প্লাস্টিক সার্জারি করে নিজেকে বদলে নিতে হবে। ভারতের বাইরে অনেক ভাল চিকিৎসক রয়েছেন, যারা ফেসলিফ্টের জন্য খুব ভাল। আমিও সেই চিকিৎসা করাতে চাই। ৫০ বছর বয়স পেরিয়ে গেলে সেই চিকিৎসার বিষয়ে ভাবনাচিন্তা করব।”
আরো পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘বেদের মেয়ে জোসনা’ নায়িকা? এখন তাকে দেখলে চিনতেই পারবেন না
View this post on Instagram
তারপর তিনি বলেন, “আমাকে অনেকে পছন্দ করেন। কেউ যদি বলে আমার মুখের চিকিৎসা বা ট্রিটমেন্টে কী ভুল করেছি, আমাকে বলুন যে আমি কীভাবে এটি ঠিক করতে পারি, যাতে আমি আমার ডাক্তারদের বলতে পারি তারা কোথায় ভুল করছেন”। রিমিকে আবারও বলিউড দুনিয়াতে দেখতে চান ভক্তরা।