‘জিমি জিমি, আজা আজা’, গানের সুন্দরী সেই নায়িকাকে নিশ্চয়ই মনে আছে যিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে পায়ে পা মিলিয়ে দুর্ধর্ষ নাচে তাক লাগিয়ে দিয়েছিলেন? ৮০-৯০ এর দশকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার জুটি সেই সময় হয়ে উঠেছিল সুপারহিট। মিঠুনের প্রথম সুপারহিট ছবি ‘ডিস্কো ড্যান্সারে’র (Disco Dancer) নায়িকা ছিলেন তিনি। কোথায় হারিয়ে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তথা আইটেম ডান্সার সত্যকিম যশপাল (Satyakim Yashpal)?
গোটা বলিউড অবশ্য এখনও এই অভিনেত্রীকে কিম নামেই মনে রেখেছেন। অভিনয়ের তুলনায় তিনি বিখ্যাত হয়েছিলেন তার নাচের দক্ষতার কারণে। তার জন্ম হয়েছিল লেবাননের বেইরুটে। তিনি কত্থক নাচ শিখবেন বলে মুম্বাইতে এসেছিলেন। গুরু গোপীকৃষ্ণের কাছে নাচ শেখার সময় ডিম্পল কাপাডিয়ার সঙ্গে আলাপ হয় কিমের। ডিম্পলের সহায়তায় এমএম সিপ্পির কাছে পৌঁছে যান কিম। প্রযোজক তখনই তাকে পরবর্তী ছবির নায়িকা হিসেবে স্থির করে ফেলেন।
সাইকোলজিক্যাল হরর ছবি ‘ফির ওহি রাত’-এ রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন কিম। এই ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল। সেই সঙ্গে ছবির আরেক অভিনেতা ড্যানি ডেনজংপার সঙ্গে কিমের আলাপ হয় এবং তাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। ড্যানি এবং কিম দীর্ঘ ৭ বছর সম্পর্কে ছিলেন। কিমের সঙ্গে সম্পর্কের আগে ড্যানি পরভীন বাবির সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সম্পর্ক শেষ হয়ে গেলেও ড্যানির সঙ্গে বন্ধুত্ব রাখতে চেয়েছিলেন পরভীন।
কিমের সঙ্গেও পরভীনের সৌজন্যমূলক সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই সময় একের পর এক হিন্দি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে চলেছিলেন কিম। তবে ১৯৮২ সালে মুক্তি প্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’ ছবিটি তার ভাগ্য বদলে দেয়। এই ছবিতে কিমের দুর্ধর্ষ নাচ দেখে বলিউড পরিচালক এবং প্রযোজকরা তাকে অভিনেত্রীর বদলে আইটেম ডান্সার হিসেবে ছবিতে রাখার সিদ্ধান্ত নেন। তবে কিম এতে মোটেও খুশি ছিলেন না।
১৯৮৮ সালে ‘কমান্ডো’ ছবিতে মিঠুনের নায়িকা হিসেবে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে ছবি মুক্তি পেতেই দেখা যায় দৃশ্যগুলিকে এডিট করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যেন মনে হচ্ছে কিম ওই ছবির নায়িকা নন, পার্শ্ব চরিত্রের অভিনেত্রী ছিলেন। এই ধাক্কা মেনে নিতে পারেননি কিম। অন্যদিকে তখন তার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল। দীর্ঘ ৭ বছর একত্রবাস করার পর ড্যানি তার সঙ্গে আর সম্পর্কে এগোতে রাজি হননি।
কিমের সঙ্গে বিচ্ছেদের পরই সিকিমের রাজপরিবারের এক সদস্যাকে বিয়ে করে নেন ড্যানি। এতে প্রবলভাবে ভেঙে পড়েছিলেন কিম। তিনি এরপর নিজেকে পুরোপুরি বলিউড থেকে সরিয়ে নেন। বর্তমানে অভিনয় ছেড়ে নাচ নিয়েই মেতে রয়েছেন তিনি। কিম এখন নিজের দেশ লেবাননে ফিরে গিয়েছেন। এখন দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে কত্থক নাচ পরিবেশন করে দিন কাটছে বলিউডের এই অভিনেত্রীর। কর্মসূত্রে বছরের ৭-৮ মাস তিনি ভারতে থাকেন এবং বাকি সময়টা ইউরোপের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজে যুক্ত থাকেন।