ছোট থেকেই সিনেমা-সিরিয়ালে অভিনয়! কোথায় হারিয়ে গেলেন কাজল-অজয়ের মেয়ে?

অজয় দেবগন এবং কাজলের মেয়ে বলতে নায়সা দেবগনকে চেনেন সকলে। তবে নায়সাকে চেনার অনেক আগেই কিন্তু আরও এক খুদেক কাজল এবং অজয়ের মেয়ে হিসেবে চিনেছেন দর্শকরা। নাম তার অক্ষিতা গারুদ। ছোটবেলায় বেশ কিছু সিরিয়াল এবং সিনেমাতে চুটিয়ে কাজ করেছিলেন তিনি। কিন্তু তারপর কোথায় যেন হারিয়ে গেলেন অক্ষিতা। এতদিন বাদে তার খোঁজ মিললো আবারও। এখন তাকে দেখলে আপনি চিনতে পারবেন না।

অক্ষিতার কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯৯ সালে। প্রকাশ ঝাঁয়ের হিন্দি সিনেমা ‘দিল কিয়া করে’তে অভিনয় করেছিলেন অক্ষিতা। এই সিনেমাতে কাজল, অজয় দেবগন এবং মহিমা চৌধুরী ছিলেন। কাজল এবং অজয়ের মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। শিশু অভিনেত্রী হিসেবে সেই সময় ব্যাপক প্রশংসা পেয়েছিলেন অক্ষিতা। এরপর তিন বছরের ব্রেক নিয়ে তিনি তার পরবর্তী সিনেমার সুযোগ পান। ২০০২ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে মার্শাল সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। যদিও এই সিনেমাটি তেমন চলেনি।

Akshita Garud

ওই বছরই টেলিভিশনের পর্দায় শুরু হয় কুমকুম নামের জনপ্রিয় এক ধারাবাহিক। সাত বছর ধরে চলেছিল এই সিরিয়াল। অক্ষিতা এই সিরিয়ালে একটি ছোট্ট রোল পান। কিন্তু তারপরে তিনি যেন কোথায় হারিয়ে গেলেন। আর তাকে খুঁজে পাওয়া গেল না ক্যামেরার সামনে। আসলে অভিনয় ছেড়ে চিরতরে দূরে সরে গিয়েছিলেন অক্ষিতা। তিনি পুরোপুরি পড়াশোনাতে মন দিয়েছিলেন। এমনকি পড়াশোনার জন্য তিনি দেশ ছেড়ে বিদেশেও চলে যান। বর্তমানে তিনি বিদেশেই একটি কর্পোরেট সংস্থায় কাজ করছেন।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মার্ডার ৩’ নায়িকা? কেন তিনি ছেড়ে দিলেন অভিনয়?

আরও পড়ুন : রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ নায়িকা?

বর্তমানে অক্ষিতা খেলাধুলায় ব্যবহৃত সামগ্রী প্রস্তুতকারক একটি সংস্থায় সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেন। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ অ্যাকটিভ থাকেন। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেকে ভিজ্যুয়াল এবং আর্ট ডিরেক্টর হিসেবে পরিচয় দেন। ফ্যাশন সম্পর্কেও তার দারুণ জ্ঞান রয়েছে। তার বিভিন্ন সাজগোজের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন নেট নাগরিকরা।