‘আওয়ারা ভমরে’ গেয়ে রাতারাতি বিখ্যাত, কোথায় হারিয়ে গেলেন হেমা সরদেশাই?

কোথায় হারিয়ে গেলেন ‘আওয়ারা ভমরে’ (Awaara Bhanware) খ্যাত গায়িকা হেমা সরদেশাই (Hema Sardesai)? ১৯৯৭ সালে ‘স্বপ্নে’ সিনেমাতে কাজলের সুপারহিট নাচের সেই গানটিতে প্লে ব্যাক করে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন এই গায়িকা। তার পরেও বলিউডের একাধিক সুপারহিট সিনেমাতে গান গেয়ে তিনি বারবার শ্রোতাদের প্রশংসা জিতে নেন।

হেমার জন্ম হয়েছিল গোয়াতে। তার বাবা কাশিনাথ সরদেশাই ছিলেন একজন চিকিৎসক। তিনি গোয়ার ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। মাত্র ৮ বছর বয়সে হেমা নবরাত্রি অনুষ্ঠানে প্রথম স্টেজ পারফরমেন্স করেন। তার গুরু ছিলেন পন্ডিত সুধাকর কারান্ডিকর।

Hema Sardesai

৯০ য়ের দশকে বলিউডে যখন কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণের রাজত্ব চলছিল ঠিক তখনই উদয় হন হেমা। তিনিও পাল্লা দিয়ে একের পর এক হিট গান উপহার দিচ্ছিলেন। স্বপ্নে, বিবি নাম্বার ওয়ান, জানম সামঝা করো, সোলজার, জোশ, তেরে মেরে স্বপ্নে এর মত সিনেমার গান রয়েছে এর মধ্যে। ১৯৮৯ সাল থেকে তিনি বলিউডের সঙ্গে জড়িত। সিনেমা এবং টেলিভিশন, উভয় মাধ্যমে তিনি কাজ করেছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে চক দে ইন্ডিয়া, বাদল পে পাও হ্যায়, বাগবান, চলি চলি ফির চলি, অশোক থেকে শান শাননা, ইয়াদে, এলিরে এলিরে ইত্যাদি।

লতা মঙ্গেশকর ছাড়া তিনিই একমাত্র গায়িকা তিনি ভারতের ৫০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পারফর্ম করেছিলেন। এখন আর বলিউডে সে ভাবে কাজ তিনি করেন না। তবে বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স করেন। এমনকি বিদেশেও বিভিন্ন জায়গাতে তিনি অনুষ্ঠান করেন। ২০১৭ সালে আমেরিকায় তার আন্তর্জাতিক গান ‘পাওয়ার অফ লাভ’ রিলিজ করেছে। বর্তমানে সমাজসেবার সঙ্গেও জড়িত আছেন গায়িকা। ২০১৫ সালে তিনি কর্মবীর পুরস্কারের জন্য মনোনীত হন।

আরও পড়ুন : ইনিই বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রী, এবছর পেলেন সেরা নায়িকার পুরস্কার

Hema Sardesai

আরও পড়ুন : হানি সিং থেকে বাদশা, বিখ্যাত রাপারদের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

গানের দুনিয়াতে অসাধারণ পারফরমেন্সের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন হেমা। ২০০৬ সালে গোমন্ত তেজস্বিনী পুরস্কার পান তিনি। ২০১৫ সালে ৩৫ তম ব্র্যান্ড একাডেমি আওয়ার্ডে আইকন অফ দা ইয়ার সম্মান পেয়েছিলেন তিনি। তিনি বিয়ে করেছেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জেভিয়ার ডিসুজাকে।