সেলিব্রেটি দাদার ডুপ্লিকেট হওয়াই কাল হল! চেহারা থেকে কণ্ঠস্বরে হুবহু দাদার ছাপ, তবুও বলিউডে জায়গা পেলেন না ফিরোজ খান ও সঞ্জয় খানের ভাই সমীর খান। তিনি বলিউড অভিনেতা ফারদিন খানের কাকা। পারিবারিকভাবে বলিউড ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বলিউডে টিকে থাকতে পারলেন না সমীর খান। এখন তিনি কোথায় কী করছেন জানেন?
ফিরোজ খানের ভাই সমীর খান
হুবহু ফিরোজ খানের কণ্ঠস্বর, সঞ্জয় খানের মত চেহারা ছিল তাদের ভাই সমীর খানের। ফিরোজরা চার ভাই ছিলেন। ফিরোজ, সঞ্জয়, আকবর এবং সমীর খান। আসলে সমীরের আসল নাম ছিল আহমেদ খান। বলিউডে প্রবেশ করার সময় তিনি নাম বদলে ফেলেন। দুই দাদার মত সমীরও অভিনেতা হতে চেয়েছিলেন। বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, মমতাজের ‘পেয়ার কা রিস্তা’ সিনেমাতে সমীর খানকে দেখে ও তার আওয়াজ শুনে চমকে উঠেছিলেন দর্শকরা। পরে জানা যায় তিনি আসলে ফিরোজ এবং সঞ্জয়ের ভাই।
সমীর খান অভিনীত সিনেমা
সমীর বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন যার মধ্যে মীনা কুমারীর শেষ সিনেমা গোমতী কে কিনারে, রামসে ব্রাদার্সের আন্ধেরা, কাতিল কৌন, মাস্তান দাদা উল্লেখযোগ্য। কিন্তু একটার পর একটা সিনেমা করেও সমীর সেভাবে জনপ্রিয়তা পাচ্ছিলেন না। দুই দাদার মত তেমন নজর কাড়তে পারছিলেন না তিনি। আসলে ফিরোজ এবং সঞ্জয়ের ছাপ ছিল তার মধ্যে। সেই কারণে আলাদা করে তার নিজস্ব পরিচিতি সেভাবে গড়ে ওঠেনি।
আরও পড়ুন : বিয়ের রাতেই ৪ সন্তানের মা হয়েছেন! কবিতা কৃষ্ণমূর্তির জীবনের এই ঘটনা কেউ জানেন না
আরও পড়ুন : ভারতের প্রথম অভিনেত্রী কে? ৯৯% মানুষ জানেন না তার নাম
এখন কোথায় আছেন সমীর খান?
বলিউডে কিছুতেই সেভাবে সুবিধা করতে না পেরে শেষমেষ অভিনয় ছেড়ে তিনি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন সমীর। বলিউড থেকে দূরে তিনি এখন থাকেন বেঙ্গালুরুতে। সেখানেই তার ব্যবসা চলছে। তিনি বিয়েও করেছেন। তার স্ত্রীর নাম নীরম খান। তাদের দুই মেয়ে। পরিবার এবং ভাইদের সঙ্গে এখন বেঙ্গালুরুতেই থাকছেন সমীর।