অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) প্রাক্তন প্রেমিকা! বয়সে ছোট প্রেমিকের সঙ্গে থাকতেন লিভ ইনে! ৯০ এর দশকের অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরীকে (Rajeswari Roy Chowdhury) মনে আছে আপনার? কেন এখন আর অভিনয় করতে দেখা যায় না তাকে? টলিউডের এই অভিনেত্রীর পরিণতি হয়েছিল খুবই মর্মান্তিক।
রাজেশ্বরী রায়চৌধুরী, টলিউডে পা রেখেছিলেন ১৯৭২ সালে মাধবী মুখোপাধ্যায়ের স্ত্রীর পত্র ছবি দিয়ে। শিশুশিল্পী হিসাবে শুরু হয় তার পথ চলা। বড় হয়ে মিষ্টি চেহারার এই অভিনেত্রীই নায়িকা হয়ে ওঠেন বাংলা সিনেমার। রাজেশ্বরী কিন্তু ডাক্তারও ছিলেন। কিন্তু ডাক্তারের বদলে অভিনয়ই বেছে নিয়েছিলেন তিনি। বেশ কিছু সিনেমাতে তিনি খলনায়িকা এবং পার্শ্বচরিত্রেও অভিনয় করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে দাগ কেটেছিলেন রাজেশ্বরী।
সিনেমা করতে করতেই তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিষেক চট্টোপাধ্যায়ের। অভিষেক তার থেকে বয়সে ছোট ছিলেন। ৯০ এর দশকের ওই সময়ে সমাজের তোয়াক্কা না করেই দুজনে লিভ ইন করতেন। কিন্তু তাদের প্রেম বেশিদিন টেঁকেনি।
আরও পড়ুন : নামমাত্র পোশাকে ঝড় তুলতেন সোশ্যাল মিডিয়ায়! মহকুম্ভের এই ভাইরাল সন্ন্যাসিনী আসলে কে?
আরও পড়ুন : খোঁজ রাখে না ছেলে মেয়ে, বুড়ো বয়সে কষ্টে কাটছে দিন! বাসন্তী দেবীর অবস্থা শুনলে চোখে জল আসবে
১৯৯৪ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজেশ্বরী। হেপাটাইটিস বি রোগ ধরা পড়ে তার শরীরে। এই রোগে আক্রান্ত হয়ে খুবই কম বয়সে তার মৃত্যু হয়। কিন্তু আজও তাকে ভুলতে পারেননি দর্শকেরা। খুব কম সংখ্যক সিনেমাতে কাজ করলেও রাজেশ্বরী এখনও দর্শকদের মনে রয়েছেন।